Inqilab Logo

মঙ্গলবার ০৮ অক্টােবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ০৪ রবিউস সানী ১৪৪৬ হজিরী

টেকনাফে সাড়ে সাত কোটি টাকার ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ১

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৪:৩৭ পিএম

টেকনাফে দেড়কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আব্দুল মজিদ নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার মধ্যরাতে সদর ইউনিয়নের গোদারবিলের একটি বাড়ী তল্লাশি করে আইসসহ তাকে আটক করা হয়। সে ওই এলাকার আলী হোসেনের ছেলে বলে জানা গেছে।

এসময় মাদক পাচারের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করে অভিযানকারীরা।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বিজিবির একটি বিশেষ টহল দল কিছু ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় মোটর সাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখান থেকে একজন তরুণ মোটর সাইকেল ফেলে তিনতলা বিশিষ্ট্য একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে বাড়িটি তল্লাশি করে দেড় কেজি আইস উদ্ধার করে বিজিবির টহল দল।

দেড়কেজি ক্রিস্টাল মেথ আইসের বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসহ আটক

৭ এপ্রিল, ২০২২
১০ আগস্ট, ২০২১
১৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ