Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে ফের প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা ভিসি বিরোধী শিক্ষকদের

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি বিরোধী আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ফের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচী ঘোষণা করেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচী ঘোষণা করে। এসময় সংগঠনটির সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বিশ^বিদ্যালয়ের অধ্যাদেশ ‘বিরোধী’ ও ‘স্বৈরাচারী’ কর্মকান্ড করেই যাচ্ছেন। শিক্ষকদের ওপর হামলার এখন বিচার হয়নি। নিয়ম বহির্ভূতভাবে দুই অনুষদের ডিন ও ৯টি হলের প্রভোস্ট এবং সর্বশেষ পরিবহণ অফিসের দুইজন শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। তাই ভিসির এসব কর্মকান্ডের প্রতিবাদে আমরা আগামী ২২ মে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি ও ভিসির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবো।’ এরপরও দাবি বাস্তবায়িত না হলে আগামী ১ জুলাই থেকে লাগাতার কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারী দেন তিনি। এসময় তিনি দ্রুত সিনেট ও সিন্ডিকেট সভা আহ্বানের জোড় দাবি জানান। এই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সহ-সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক এস এম বদিয়ার রহমান, অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক মো. খবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির ও সহযোগী অধ্যাপক হোসনে আরা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ