Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অতপর..

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : বিয়ের প্রলোভনে এক তরুণীকে ৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট থেকে ধর্ষক সেনুর মিয়াকে (২৮) আটক করেছে র‌্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি দল। আটক সেনুর মিয়ার সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামের ফাইলগাঁওয়ের মাখন মিয়ার ছেলে। গত শুক্রবার রাতে তাকে আটক করা হয়। ধর্ষিতা ওই তরুণী সিলেট মহানগরীর মেজরটিলা এলাকার বাসিন্দা।
গতকাল শনিবার র‌্যাব জানায়, নিজে বিবাহিত এবং বাড়িতে স্ত্রী থাকা স্বত্ত্বেও সেনু মিয়ার ওই তরুণীর সাথে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে তুলে। গত ৪ সেপ্টেম্বর সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় সেনু মিয়া। পরে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে সেনু তার আত্মীয়স্বজনদের বাড়িতে ওই তরুণীকে নিয়ে অবস্থান করে। এসময় ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে চায়ের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই তরুণীকে ধর্ষণ করে সেনু মিয়া। গত ৪ সেপ্টেম্বর ওই তরুণী বাড়ি থেকে ‘নিখোঁজ’ হওয়ার পর তার পরিবার বিষয়টি লিখিতভাবে র‌্যাবকে জানায়।
গত শুক্রবার রাতে ওই তরুণীকে বিয়ের কথা বলে সিলেটে নিয়ে আসে সেনু মিয়া। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে র‌্যাব রাত ৯টার দিকে টিলাগড় ইকোপার্ক এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে এবং সেনু মিয়াকে আটক করে র‌্যাব। ওই তরুণী র‌্যাবের কাছে ধর্ষণের বিষয়টি জানায়। অভিযুক্ত সেনু মিয়াও এ ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করলে তরুণীর এজহারের ভিত্তিতে তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-৯ এ সহকারী পরিচালক এএসপি সুজন চন্দ্র সরকার এসব তথ্য জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ের প্রলোভনে ধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ