রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
সীতাকুন্ডে ১০ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষিত হয়েছে। বখাটে এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। সীতাকু- থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা গেছে, সীতাকু- পৌরসদরের সোবাহানবাগ এলাকার অস্থায়ী বাসিন্দা (ভাড়াটিয়া) স্থানীয় বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে গত ৫ জুন জোর করে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে একই এলাকার ভূঁইয়া টাওয়ারের ভাড়াটিয়া নোয়াখালীর বেগমগঞ্জ থানার কোয়াবিয়া গ্রামের হারুনুর রশিদের বখাটে পুত্র আব্দুল কাদের (২০)। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা খালেদা আক্তার বাদি হয়ে গত সোমবার সীতাকু- থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বাদি খালেদা আক্তার জানান, পৌরসদরের সোবাহানবাগ এলাকার ভূঁইয়া টাওয়ারে পাশাপাশি বাসায় ভাড়া থাকে বিবাদী আবদুল কাদেরের পরিবারও। এ সুবাদে সে তার মেয়েকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এক পর্যায়ে ওই ছাত্রীও কাদেরের প্রতি দুর্বল হয়ে পড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে গত ৫ জুন কাদেরের পরিবারের অনুপস্থিতিতে মনোয়ারাকে সিঁড়ি থেকে বাসায় নিয়ে যাবার জন্য টানাটানি শুরু করে কাদের। শেষে জোর করেই তাকে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় বারবার বিয়ের আশ্বাস দিয়ে ঘটনাটি চাপা দিতে চেষ্টা করে সে। কিন্তু ওই ছাত্রী ধর্ষণের বিষয়টি মানতে না পেরে তার পরিবারের লোকজনকে জানালে তার মা বাদী হয়ে ধর্ষক আবদুল কাদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ভুক্তভোগী ছাত্রীর গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।