Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

বাদ পড়লেন ইমরুল-তাসকিন-সোহান, দলে ফিরলেন মোসাদ্দেক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১:১০ পিএম

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

রোববার দুপুরে মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়।

এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।

সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস ও নুরুল হাসান সোহান। বদলি খেলোয়াড় হিসেবে দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আফগানিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু, মেহেদী হাসান মিরাজ।

আফগানিস্তান বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আগামী ৩ জুন সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে। ৫ এবং ৭ জুন অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ। তিনটি ম্যাচই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে থেকে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ