মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে সোমবারের বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে আহত আরও তিন ফিলিস্তিনি মারা গেছেন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।-খবর এএফপি।
নিহতরা হলেন- ২০ বছর বয়সী মোহাম্মদ মাজেন আলইয়ান, ৫৮ বছর বয়সী মঈন আবদেল হামিদ আল সাই ও ২১ বছরের যুবক আহমেদ সামারা।
এতে করে বিক্ষোভে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল বুরেইজ শরণার্থী শিবিরে বিক্ষোভের সময় আলইয়ান আহত হন। আল সাই আহত হয়েছেন পূর্ব গাজা সিটিতে। আর সামারার শরীরের গুলি লাগে পূর্ব জাবালিয়ায় বিক্ষোভকালে।
১৯৪৮ সালের যুদ্ধে ইসরাইলের দখল করে নেয়া ভূমিতে ফিরে যাওয়ার অধিকার দাবিতে গত ৩০ মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ দেখিয়েছেন গাজা উপত্যকার ফিলিস্তিনিরা।
শুরুর দিন থেকে ইহুদিবাদী স্নাইপারদের গুলিতে এ পর্যন্ত ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।