Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেজাল ওষুধ নিয়ন্ত্রণ চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

রোগে-শোকে মানুষ ওষুধ খায় সুস্থ হওয়ার আশায়। কিন্তু নিম্নমানের দ্রব্য ও ভেজাল সংমিশ্রণের ফলে সেই ওষুধই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রতিনিয়ত। ভালোমানের ওষুধ উৎপাদনে বাংলাদেশের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বর্তমানে বিশ্বের ১২২টি দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে। বিদেশে ভালোমানের ওষুধ রফতানি হলেও নিজ দেশে চলছে ভেজাল ওষুধের রমরমা ব্যবসা। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থেকে পুরো ওষুধ শিল্পটাকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। অল্প পরিশ্রমেই অধিক মুনাফা অর্জন হয় বলে এই অসাধু চক্রের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। আর বাজারেও ঢুকে পড়ছে বিপুল পরিমাণে ভেজাল ও নকল ওষুধ। এই প্রাণঘাতী ভেজাল ও নকল ওষুধের ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগী এবং ভোক্তারা, অপরদিকে খুব অল্পতেই আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে এই অসাধু চক্রগুলো। প্রশাসনের যথাযথ পদক্ষেপ ও নিয়মিত অভিযানের অভাবে এই অসাধু চক্রগুলো ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে সবসময়। মনকাড়া ডিজাইন ও দৃষ্টিনন্দন মোড়কে করে এসব ওষুধ দেখে খুব সহজেই প্রতারিত হয় ভোক্তারা। এভাবে নকল-ভেজাল ও নিম্নমানের ওষুধ বাজারে বিক্রি হতে থাকলে নকলের ভিড়ে আসলটাই হয়তো হারিয়ে যেতে বসবে। ‹জাতীয় ওষুধনীতি-২০১৬› অনুযায়ী ওষুধের মান নিয়ন্ত্রণের জন্য একটি কর্তৃপক্ষ (এনআরএ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভায়, যার দ্রæত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। যথাযথ কর্তৃপক্ষের নিয়মিত তত্ত¡াবধান ও অসাধু চক্রগুলোকে আইনের আওতায় আনার পরই হয়তো আমরা একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ওষুধ শিল্পের আশা করতে পারি। পরিশেষে, ভেজাল ও নকল ওষুধ সেবনে আর যেন কোনো জীবন না ঝরে, আর যেন কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত না হয়, সে তাগিদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরদারি ও হস্তক্ষেপ কামনা করছি।

জাহিদ হাসান
শিক্ষার্থী,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।



 

Show all comments
  • গনতন্ত্র ২০ মে, ২০১৮, ১০:২০ এএম says : 0
    জনগন বলছেন, “ ভেজালের জোয়ার – ২০১৮ “ ভেজালের জোয়ারে প্লাবিত আজ ত্রিশলক্ষ শহীদের রক্তে গড়া বাংলাদেশ, সিন্ডিকেটের কালো থাবায় মধ্যবিত্ত / গরীবের জীবন শেষ ৷ খাদ্যে ভেজাল , ঔষধে ভেজাল অসুস্হ রোগীতে ভর্তি দেশ, নকল ঔষধ সেবন করে টাকা / জীবন অকালে শেষ ৷ বোতল ভর্তি খালের পানি মিনারেল পানি বলে চালায়, মেজবানি খানি খাওয়ার পর শত শত হাসপাতালের বিছানায় ৷ ভুয়া ডাক্তারে করে সার্জারি মানুষ মারা যায়, লাইসেন্স ছাড়া গাড়ীর চালক প্রত্যহ র্দুঘটনা ঘটায় ৷ এত ভেজাল চলছে দেশে আসল / নকল চিনা দায়, মরা মুরগীতে হোটেল চালায় কুত্তা খাসির জায়গায় ৷ প্লাষ্টিকের ডিমে বাজার ভর্তি চিংড়ির মস্তকে / দেহে জেলি, চিনির সিরাই ফুলের মধু মানুষের বিশ্বাস নিয়ে খেলি ৷ মহিষের মাংশ করে বিক্রি গরুর মাংশ বলে, সিট আছে বলে পেসেন্জার উঠায় শতকরা হিসাবে অফিসের ফাইল চলে ৷ কাচাঁ আম ক্যামিকেলে পাকা তরমুজ পাকে ইনজেকশনের ফলে, ইউরিয়া সারে মুড়ি সাদা ভাষাহীন, মুসলিম দেশে এসব যদি চলে ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন