Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

লালু হাসপাতালে 

ইনকিলাব ডেস্ক : অসুস্থ হয়ে পড়েছেন ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। নিজের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রæত তাঁকে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। জানা গেছে, শনিবার সকাল থেকেই তীব্র শ্বাসকষ্ট শুরু হয় লালু প্রসাদের। শ্বাসকষ্ট বাড়তে থাকলে গুরুতর অবস্থায় দ্রæত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে ছিলেন লালু প্রসাদ যাদব। গত ১১ মে শারীরিক অসুস্থতার কারণে রাঁচি হাইকোর্ট লালুর ছয় সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। অবশ্য এর আগে ৯ থেকে ১৩ মে পর্যন্ত ছেলে তেজ প্রতাপ যাদবের বিয়েতে হাজির থাকার জন্য প্যারোলে মুক্তি চেয়েছিলেন। এনডিটিভি।

ট্রাক উল্টে হতাহত ২৬
ইনকিলাব ডেস্ক : ভারতের গুজরাটে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে ১৯ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। রাজ্যের ভাবনগর-আহমেদাবাদ মহাসড়কে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রাথমিকভাবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভাবনগরের বাভালিয়া গ্রামের কাছে সিমেন্টবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এতে চাপা পড়ে মানুষগুলোর প্রাণহানি হয়েছে। এনডিটিভি।

জর্জিয়ায় স্কুলে গুলি
ইনকিলাব ডেস্ক : শুক্রবার ট্রেক্সাসের একটি হাই স্কুলে গুলির পর এবার জর্জিয়ায় একটি স্কুলে গুলির খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ম্যাট. জিয়ন হাই স্কুলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এর আগে টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ৮ শিক্ষার্থী নিহত হয়। স্থানীয় সময় শুক্রবার সকালে দক্ষিণ টেক্সাস শহরের সান্তা ইফ হাই স্কুলে এ ঘটনা ঘটে। সিএনএন।

বজ্রপাতে নিহত ৫
ইনকিলাব ডেস্ক : কম্বোডিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বজ্রপাতে চার বছর বয়সী এক শিশুসহ পাঁচ জন মারা গেছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা একথা জানান। পুলিশ প্রধান লেই মেং লাইং বলেন, বৃহস্পতিবার কোহ কং প্রদেশের থমার বাইং জেলার কোহ কোং প্রদেশের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এ পাঁচজন প্রাণ হারায়। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
গ্রীষ্মম-লীয় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির নদী ও খালগুলোতে ঝড়ের সময় ব্যাপক বজ্রপাত ঘটে। এএফপি।

ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কেরমাডেক দ্বীপে ৬ দশমিক ২ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। জিএমটি সময় ১৪৫৩১ সময়ে ভূমিকম্পটি অনুভূত হয় বলে যুক্তরাষ্ট্রের ভূ-জরিপ অধিদপ্তর জানিয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমির ১০ দশমিক ৬২ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৪ দশমিক ৫৫১ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৮ দশমিক ৪১৬২ ডিগ্রী দ্রাঘিমাংশ। সিনহুয়া।

ইসরাইলের বিরুদ্ধে তদন্তে
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ভেটো
ইনকিলাব ডেস্ক : স¤প্রতি গাজায় ৬০ ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। শুক্রবার রাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ‘অধিকৃত ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতি’ নিয়ে আলোচনা হলে এ প্রস্তাব আটকে দেয় দেশ দুটি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, স¤প্রতি গাজায় মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে ‘স্বাধীন ও আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনে ভোট দেয় ২৯টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় দুটি দেশ-অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ান।

আফগানিস্তানে সিরিজ
বোমায় নিহত ৮
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদে একটি স্টেডিয়ামে শুক্রবার গভীর রাতে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। প্রাদেশিক কাউন্সিলর সোহরাব কাদেরি সাংবাদিকদের জানান, জালালাবাদের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই ফুটবল মাঠে রমজানে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উগ্রবাদীরা এ হামলা করে থাকতে পারে। তিনি আরও বলেন, হামলাকারীরা প্রথমে রকেট লাঞ্চারের মাধ্যমে পরপর দুটি বোমা ছোড়ে স্টেডিয়ামটিতে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। এনডিটিভি।

জুলিয়ান অ্যাসাঞ্জের
নিরাপত্তা প্রত্যাহার
ইনকিলাব ডেস্ক : বহু গোপন নথি ফাঁস করে দেয়া প্রতিষ্ঠান উইকিলিকসের কর্ণধার জুলিয়ান অ্যাসাঞ্জের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো। গ্রেফতার এড়াতে প্রায় ছয় বছর ধরে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অস্ট্রেলীয় এই নাগরিক। ইকুয়েডর সরকারের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স বলেছে, ‘বৃহস্পতিবার মোরেনো বলেছেন, লন্ডনে ইকুয়েডর দূতাবাসে যে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তা অতিসত্ত¡র প্রত্যাহার করতে হবে। এখন থেকে অন্যান্য দূতাবাসে যেমন স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা আছে, লন্ডন দূতাবাসেও সে রকম নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’ রয়টার্স।

ভেনেজুয়েলার কারাগারে কারাকর্তাসহ নিহত ১১
ইনকিলাব ডেস্ক : ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় রাজ্য লারায় কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন কারাকর্তাও রয়েছেন। এ নিয়ে গত সপ্তাহে দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। ভেনেজুয়েলার কারামন্ত্রী আইরিশ ভারেলা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফেনিক্স কারাগারে ঘটা ওই দাঙ্গা এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে বলেও জানিয়েছেন ভারেলা। প্রসঙ্গত, এর আগে বুধবার রাজধানী কারাকাসের হেলিকয়েড কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনেক বিরোধী বন্দি আছে এই কারাগারে। তবে ওই ঘটনায় কেউ মারা যায়নি। রয়টার্স।

তিনি কল্কি, তাই অফিসে
আসতে পারবেন না
ইনকিলাব ডেস্ক : ভারতের গুজরাটে এক সরকারি কর্মকর্তা দাবি করেছেন, তিনি দশম বিষ্ণুর অবতার কল্কি। তাই বৈশ্বিক নীতি পরিবর্তনের কারণে তিনি পূজা-অর্চণা করছেন। আর এ কারণে তিনি অফিসে আসতে পারবেন না। অফিসে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় কারণ দর্শানোর নোটিসের জবাবে সর্দার নারোভার পুনারভাসভাত এজেন্সির তত্ত¡াবধায়ক প্রকৌশলী রমেশ চন্দ্র ফেফার এ জবাব দিয়েছেন। গত আট মাসে মাত্র ১৬ দিন অফিসে এসেছিলেন রমেশ। রমেশ চন্দ্র জানিয়েছেন, তার পূজার জন্যই গত ১৯ বছর ধরে ভারতে ঠিকঠাক মতো বৃষ্টিপাত হচ্ছে। তিনি বলেন, ‘২০১০ সালে আমি যখন অফিসে কাজ করছিলাম তখন বুঝতে পারছিলাম আমি হচ্ছি কল্কির অবতার। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ