Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলের গণহত্যা যুদ্ধাপরাধ : জাতিসংঘ

জেরুজালেমে দূতাবাস, যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত : যুক্তরাজ্য

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রোম সংবিধান অনুযায়ী গাজা উপত্যকায় ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনিদের বিক্ষোভে গণহত্যা যুদ্ধাপরাধের শামিল। শুক্রবার ফিলিস্তিন ইস্যুতে একথা বলেছেন জাতিসংঘের বিশেষ দূত মাইকেল লিঙ্ক। জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে এই মন্তব্য করেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে মাইকেল লিঙ্ক এক ভিডিও বার্তার মাধ্যমে বলেন, আমি অবশ্যই ওই বেসামরিক লোকদের চালানো হত্যাকাÐকে জেনেভা কনভেনশন এবং রোম সংবিধানের আওতায় যুদ্ধাপরাধ বলবো। তিনি বলেন, গাজায় বিক্ষোভকারীরা সম্পূর্ণভাবে নিরস্ত্র এবং অহিংস। হাজার হাজার বিক্ষোভকারী শুধু তাদের উন্নত ভবিষ্যতের জন্য সেখানে বিক্ষোভ করছে। তারা কোনো অপরাধী নয়। লিঙ্ক আরও বলেন, গত সাত সপ্তাহ ধরে বেশিরভাগ লোকই তাদের দখলকৃত বাসভূমিতে শান্তিতে এবং স্বাধীনভাবে বসবাসের জন্য বিক্ষোভ করে যাচ্ছে। জাতিসংঘের মতে গত সাত সপ্তাহ ধরে ইসরাইলি সৈন্যদের হাতে প্রায় শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, সাংবাদিক, চিকিৎসক এবং বহু তরুণ ছিলেন। এছাড়াও প্রায় ১২ হাজার লোক আহত হয়েছেন। অপর এক খবরে বলা হয়, তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন তুরস্কে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ডোমিনিক চিলকোট। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডোমিনিক চিলকোট বলেছেন, ‘তুরস্কের সরকারের মতো আপনারা জানেন, ব্রিটিশ সরকারের মত হচ্ছে, আমরা ব্রিটিশ দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিচ্ছি না। আমরা মনে করি, যুক্তরাষ্ট্রের একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে।’ স¤প্রতি ব্রিটেনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সফর নিয়ে কথা বলেছেন চিলকোট। তিনি বলেন, ‘ওই সফরে আঞ্চলিক পররাষ্ট্র নীতির ব্যাপারেও বেশ ভালো আলোচনা হয়েছে। এতে গাজায় ৬২ ফিলিস্তিনিকে হত্যার কারণে ইসরাইল-ফিলিস্তিনের পাশাপাশি সিরিয়া ইস্যুতেও বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’ আনাদোলু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ