Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনাহারে মারা পড়ছে ৫০ হাজার ইরাকি

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের আল আনবার প্রদেশের ফাল্লুজাহ শহরে প্রায় ৫০ হাজার ইরাকি অনাহারে মরতে বসেছে। শহরটি ইসলামিক স্টেটের দখলে থাকায় তারা কেউ বেরও হতে পারছে না তাদের খপ্পর থেকে। গত বৃহস্পতিবার জাতিসংঘের একজন উচ্চপদস্থ কর্মকর্তা লিসা গ্র্যান্ডে আল-জাজিরাকে জানিয়েছেন, গত তিন মাসে সেখানকার মানবিক পরিস্থিতি করুণ আকার ধারণ করেছে এবং শহরটি মহামারীর কবলে পড়তে পারে। গত ডিসেম্বর মাসে আইএসের হাত থেকে ইরাকের সরকারি বাহিনী রামাদি পুনর্দখল করার পর এখনো পর্যন্ত কোন রকম খাদ্য সাহায্য পৌঁছায়নি ফাল্লুজাহতে। কারণ রসদ সরবরাহের জন্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল ইরাকি বাহিনী। এদিকে, ফাল্লুজাহ থেকে বেসামরিক নাগরিকদের  বের হতে দেয়নি আইএস। নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ ফাল্লুজাহতে জরুরি ত্রাণ পৌঁছানোর জন্য তাগাদা দিয়েছে। তারা বলেছে, গত কয়েক মাসে শিশুসহ শহরের প্রায় ১৪০ জন বাসিন্দা ইতিমধ্যে খাদ্য ও ওষুধের অভাবে মারা গেছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনাহারে মারা পড়ছে ৫০ হাজার ইরাকি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ