Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজ্ঞাপন নির্মাণ করলেন নুহাশ

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: বিজ্ঞাপন নির্মাণ করলেন নুহাশ হূমায়ূন। এতে মডেল হয়েছে তার বড় বোন শীলা আহমেদের দুই সন্তান নাইরাহ অনোরা সাইফ ও নামীর সাইফ। কিছুদিন আগে রাজধানীর কোক স্টুডিওতে শুটিং হয়। বিজ্ঞাপনটি গ্রামীণফোনের। নুহাশ বলেন, বেশ কয়েক বছর আগে আমি প্রথম ক্যামেরার সামনে এসেছি, গ্রামীণফোনের বিজ্ঞাপনে। আজ প্রথম বিজ্ঞাপন নির্মাণ করলাম, গ্রামীণফোনেরই। এ কাজের সবচেয়ে সেরা বিষয় হচ্ছে, আমার আদরের ভাগ্নে-ভাগ্নির সঙ্গে কাজ করতে পারা। সেই সঙ্গে লিটল বিগ ফিল্মস এবং মিডিয়াম রেয়ার টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। উল্লেখ্য, নুহাশ ২০১৫ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন। এরপর নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করেন। বর্তমানে যুক্ত আছেন ১১ জন নির্মাতার যৌথ একটি সিনেমার সঙ্গে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ