Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

মালয়েশিয়ায় নাজিব রাজাকের বাড়িতে পুলিশের তল্লাশি

ইনকিলাব ডেস্ক : জাতীয় নির্বাচনে পরাজয়ের এক সপ্তাহ পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বুধবার রাত নামার পর নাজিবের বাড়ির সামনে পুলিশের অনেকগুলো গাড়ি দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি। এর আগে দেশটির নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছিলেন, নাজিবের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ফের শুরু করতে চান তিনি। তবে কোনো দুর্নীতি করার কথা অস্বীকার করেছেন নাজিব। বিবিসি, রয়টার্স।

অ্যাসাঞ্জের ওপর নজরদারি চালিয়েছে ইকুয়েডর
ইনকিলাব ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ওপর নজরদারি চালিয়েছে তারই আশ্রয়দাতা দেশ ইকুয়েডর। লন্ডনের ইকুয়েডর দ‚তাবাসের কম্পিউটার ব্যবস্থা অ্যাসাঞ্জ হ্যাক করার পরই তার ওপর নজরদারি চালানো হয়। গার্ডিয়ান জানিয়েছে, অ্যাসাঞ্জের দর্শনার্থী, দ‚তাবাসকর্মী এমনকি লÐনের অভিজাত কিংসব্রিজ এলাকায় দ‚তাবাসের কাছে দায়িত্বরত লÐন পুলিশের ওপর নজর রাখতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা কোম্পানি ও ছদ্মবেশী গোয়েন্দাকে নিয়োগ দিয়েছিল ইকুয়েডর। প্রথমে ‘অপরাশেন গেস্ট’ এবং পরে ‘অপারেশন হোটেল’ নাম দেওয়া এই কর্মকাÐে ইকুয়েডর দ‚তাবাসকে ব্যয় করতে হয়েছে প্রায় ৫০ লাখ মার্কিন ডলার। প্রাথমিকভাবে এই নজরদারি প্রকল্পের উদ্দেশ্য ছিল ব্রিটিশ পুলিশের হাত থেকে তাকে রক্ষা করা। পরে তা উল্টে সম্প‚র্ণ গোয়েন্দা অপারেশনে রূপ নেয়। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই অভিযানের বিষয়টি ইকুয়েডরের তৎকালীন প্রেসিডেন্ট রাফায়েল করেয়ার সমর্থন ছিল। গার্ডিয়ান।

২৫ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় ক্ষমা প্রার্থনা
ইনকিলাব ডেস্ক : ২৫ সেকেন্ড আগে ট্রেন ছেড়ে যাওয়ায় ক্ষমা চেয়েছে জাপানের একটি রেলওয়ে কোম্পানি। এক বিবৃতিতে ট্রেনটির এ ভুলকে তারা সত্যিই ক্ষমার অযোগ্য বলে ঘোষণা দিয়েছে। নোটোগাওয়া স্টেশন থেকে সকাল ৭টা ১১মিনিট ৩৫ সেকেন্ডের মাথায় ট্রেনটি প্লাটফর্ম ছাড়ার পর গত ১১ মে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে ওয়েস্ট জাপান রেলওয়ে। অর্থাৎ ট্রেনটি ছাড়ার কথা ছিল সকাল ৭টা ১২ মিনিটে। অবশ্য বোঝার ভুলেই এমনটা হয়েছে। জাকার্তা পোস্ট।

প্রিন্স হ্যারির বিয়েতে গাইবেন ডায়ানার বন্ধু এলটন জন
ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ প্রিন্স হ্যারির বিয়েতে গাইবেন তার মা প্রয়াত প্রিন্সেস ডায়ানার বন্ধু ও দেশটির জনপ্রিয় সঙ্গীত তারকা স্যার এলটন জন। তিনি ডায়ানার খুব কাছের একজন ছিলেন এবং দাতব্য প্রতিষ্ঠানের হয়ে একসঙ্গে কাজও করেছেন তারা। ১৯৯৭ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারানো ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানেও গেয়েছিলেন তিনি। শনিবার সাবেক হলিউড অভিনেত্রী মেগান মের্কেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন হ্যারি। এর মধ্যে রাণী দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক অনুমতিও পেয়ে গেছেন তিনি। এক্সপ্রেস ইউকে।

নেপালে একীভূত হলো ২ বাম দল
ইনকিলাব ডেস্ক : অবশেষে নেপালের সিপিএন-ইউএমএল ও সিপিএন-মাওবাদী কেন্দ্র একীভ‚ত হয়েছে। এ ব্যাপারে দুই দলের নেতারা বুধবার (১৬ মে) চুক্তিতে সই করেছেন। চুক্তি অনুযায়ী একীভ‚ত দলের ৪৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সিপিএন-ইউএমএল ও সিপিএন-মাওবাদী দলের প্রতিনিধিত্ব থাকবে যথাক্রমে ৫৫ ও ৪৫ শতাংশ। ফলে ইউএমএল পাচ্ছে ২৪৫ সদস্য ও মাওবাদিরা ২০০ সদস্য। একইভাবে স্ট্যান্ডিং কমিটিতে ইউএমএল পাবে ২৫ সদস্য ও মওবাদিরা ১৮ সদস্য, অর্থাৎ স্ট্যান্ডিং কমিটির মোট সদস্য হবে ৪৩ জন। এসএএম।

তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না বেইজিং
ইনকিলাব ডেস্ক : তাইওয়ানকে বিচ্ছিন্ন করার তৎপরতা বন্ধ করতে সেখানকার নেতাদের প্রতি আহŸান জানিয়েছে চীন। চীন সরকারের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র এন ফেংশান বলেছেন, তাইওয়ানকে মার্কিন অস্ত্রে সজ্জিত করা হচ্ছে। তবে বেইজিং কখনোই তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না। তিনি আরও বলেছেন, চীনের যুদ্ধ-সক্ষমতা বাড়াতে তাইওয়ান প্রণালীতে বিশাল মহড়ার আয়োজন করা হয়েছে। পার্সটুডে।

কলম্বিয়ায় সংঘর্ষে আট ফার্ক বিদ্রোহী নিহত
ইনকিলাব ডেস্ক : কলম্বিয়ার ইকুয়েডর সীমান্তের কাছে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে আট ভিন্নমতাবলম্বী ফার্ক বিদ্রোহী নিহত হয়েছেন। বুধবার বগোটা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাবেক এক ফার্ক নেতার নেতৃত্বে এ ভিন্নমতাবলম্বী বিদ্রোহীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ নেতা ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ সরকারের সঙ্গে ফার্ক স্বাক্ষরিত শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেন। এএফপি।

৩শ’ বছরের নীল হীরা নিলামে
ইনকিলাব ডেস্ক : ৩০০ বছর ধরে ইউরোপের বিভিন্ন রাজপরিবারের কাছে থাকা বিরল একটি নীল হীরা ৬৭ লাখ ডলারে বিক্রি হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি নিলামে এটি বিক্রি হয় বলে জানিয়েছে বিবিসি। ভারতের বিখ্যাত গোলকোন্ডা খনি থেকে উত্তোলিত ৬ দশমিক ১ ক্যারটের এ হীরকখÐটি ১৭১৫ সালে পারমার ডিউককন্যা এলিজাবেথ ফার্নেসের বিয়েতে উপহার দেয়া হয়েছিল। স্পেনের পঞ্চম ফিলিপকে বিয়ে করা ফার্নেসের নামেই পরে হীরাটি পরিচিতি পায়। বিবিসি।

চীনে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৭
ইনকিলাব ডেস্ক : চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের দিহুই শহরে এক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও আরো ছয়জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটায় যাত্রীবাহী একটি মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। চীনা গণমাধ্যম সিনহুয়া জানায়, বাসটিতে ১২ যাত্রী ছিলো। বাসটির ড্রাইভারসহ সাত যাত্রী এতে প্রাণ হারায়। আহত পাঁচ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। রয়টার্স।

এবারও চীনে রোজা রাখায় নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : চীনের শিনঝিয়াং প্রদেশে প্রায় এক কোটি মুসলমান বসবাস করেন। কিন্তু গত কয়েক বছরের মতো এবারও তাদের রোজা রাখা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার চীনা সরকারি ওয়েবসাইটগুলোতে এই নির্দেশিকা জারি করা হয়। কে২৪।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ