বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন বাজেটকে সামনে রেখে বাজেটে শিক্ষার্থী সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বাড়ানো, লাইব্রেরি পূর্ণাঙ্গকরণ সহ দশ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার উপাচার্য বরাবর এই স্মারকলিপি দেয় তারা। এসময় ছাত্র ফ্রন্ট এর সহ- সভাপতি সম্পদ অয়ন মারান্ডি, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, সাংগঠনিক সম্পাদক শোভন রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা উপাচার্যের উপস্থিতিতে ক্যাম্পাসের ছাত্রদের বিভিন্ন সংকট তুলে ধরেন ও সেই সংশ্লিষ্ট খাতে রাষ্ট্রের কাছে অর্থ বরাদ্দের দাবি জানান।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ বলেন, ‘ইতিপূর্বে আমরা সংগঠনের পক্ষ থেকে ক্লাস ক্যাম্পেইনিং এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাই এবং বাজেটে তাদের কি প্রত্যাশা তা জানতে চাই। পরবর্তীতে শিক্ষার্থীরা যে যে সংকট সবচেয়ে বেশি সংখ্যায় অনুভব করছে তার ওপর ভিত্তি করে এই দশ দফা দাবি উপাচার্যের কাছে পেশ করি।’
দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লাইব্রেরি সংস্কার ও পূর্ণাঙ্গকরণ, ভয়ঙ্কর আবাসন সংকটের সমাধান, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, বিভাগ উন্নয়ন ফি না নেওয়া ইত্যাদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।