মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যার নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণ আর তাদের সঙ্কট সমাধানের জন্য যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবে না। অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে সোমবার গাজা উপত্যকায় বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে অন্ত ৫৫ ফিলিস্তিনি শহীদ ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়। মাহমুদ আব্বাস বলেন, এই অপরাধের ঘটনায় ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রর মধ্যস্থতাকারীর ভূমিকা কার্যত শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, বায়তুল মুকাদ্দাসে দূতাবাস করে ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ইহুদি উপশহর নির্মাণকে বৈধতা দিল ওয়াশিংটন। মাহমুদ আব্বাস বলেন, সব ধরনের আন্তর্জাতিক চাপ ও অন্যায় আচরণ সত্তে¡ও ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।