Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রদের একটি অংশ মাদক ও ইভটিজিংয়ে মিশে গেছে -মির্জা কাদের

কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, বসুরহাট পৌরসভা মেয়র ও সেতুমন্ত্রী ওয়াবদুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা বলেছেন, ছাত্ররা দেশের গর্বিত সন্তান। ছাত্ররাই সঠিক শিক্ষা অর্জন করে দেশের গুরুত্বপূর্ণ কাজে লাগে। বর্তমান সময়ে ছাত্র সমাজের একটি অংশ মাদক, ইভটিজিং ও ফেসবুকে জড়িয়ে পড়েছে। এতে তাদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে। এদেরকে আলোর পথে নিয়ে আসতে হবে। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি চলছে। আমার জানা মতে জাতীয়করণ করার ব্যবস্থা সরকার নিচ্ছে। সরকার শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে বিধায় আজ ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতেছে।
গতকাল সোমবার সকাল ১১টায় বসুরহাট পৌরসভার উদ্যোগে ২০১৮সালে এস.এস.সি, দাখিল, ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এবং বিশেষ সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে ও করিমুল হক সাথীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বসুরহাট এইচ.এস.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোঃ নুরুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বি.এস.সি, বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, কৃতি শিক্ষার্থী তাসলিম তাবাস্সুম মিহি ও মশিউর রহমান প্রমুখ। এতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ- ৫ প্রাপ্ত ১শত শিক্ষার্থীর এবং বিশেষ সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট এইচ.এস.সি সরকারি উচ্চ বিদ্যালয়, আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়, রংমালা দারুল সুন্নাহ মডেল মাদ্রাসাকে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্র

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ