Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

গুরুতর সমস্যাগুলো যেকোন মুহূর্তে বিস্ফোরিত হতে পারে : ল্যাভরভ

মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষে ইসরাইলের দ্বিগুণ সেনা মোতায়েন

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আজ বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধন করা হবে, কিন্তু সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন। উদ্বোধন সংক্রান্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন- ট্রাম্পের মেয়ে ইভানকা, জামাতা জ্যারেড কুশনার, অর্থমন্ত্রী স্টিভেন মোনুচিন এবং কংগ্রেসের ১২ সদস্য। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যানও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াবিষয়ক জাতিসংঘের সমন্বয়ক নিকোলায় ¤øাদেনভের সঙ্গে বৈঠকে মার্কিন দূতাবাস স্থানান্তর প্রসঙ্গে বলেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতার ইস্যুকে বাদ দিয়ে এবং এর প্রান্তিকীকরণ করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মানচিত্রের কাঠামো এমনভাবে বদলানোর প্রচেষ্টা নেওয়া হয়েছে, যা নিয়ে মস্কো উদ্বিগ্ন। ল্যাভরভ আরও বলেন, গুরুতর সমস্যাগুলো একত্রিত হয়ে যেকোনও মুহূর্তে বিস্ফোরিত হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, তা নিয়ে সব দেশ উদ্বিগ্ন। অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধনকে সামনে রেখে গাজা সীমান্ত ও পশ্চিম তীরে সেনা মোতায়েন দ্বিগুণ করার কথা ঘোষণা করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র শনিবার জানিয়েছেন, পদাতিক বাহিনীর বাড়তি তিন ব্রিগেড সেনা মোতায়েন করা হবে। এর মধ্যে দুই ব্রিগেড গাজা সীমান্তে মোতায়েন করা হবে। তিনি জানান, বর্তমানে যে সেনা মোতায়েন রয়েছে বাড়তি সেনা মোতায়েনের পর তা দ্বিগুণ হবে। তবে বায়তুল মুকাদ্দাস শহরে মোতায়েন করা সেনার সংখ্যা বাড়ানো হবে না কারণ সেখানে বিক্ষোভ মোকাবেলার দায়িত্ব পুলিশের হাতে রয়েছে। মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ-প্রতিবাদে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত প্রতিবাদ ও আন্তর্জাতিক আইন উপক্ষো করে বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং এ শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেন। হারেৎজ, রয়টার্স।



 

Show all comments
  • জাফর ১৪ মে, ২০১৮, ২:০৩ এএম says : 0
    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ’র কথা একদম যথার্থ
    Total Reply(0) Reply
  • মিরাজ ১৪ মে, ২০১৮, ২:০৪ এএম says : 0
    বেশি বাড়াবাড়ি করা ভালো নয়
    Total Reply(0) Reply
  • তামিম ১৪ মে, ২০১৮, ২:০৪ এএম says : 0
    ইসরাইলের কপালে দু:খ আছে
    Total Reply(0) Reply
  • Bapary Zia ১৪ মে, ২০১৮, ১২:১৯ পিএম says : 0
    ALLAHR gozob poruk America r Israel upor
    Total Reply(0) Reply
  • নাহিদ ১৪ মে, ২০১৮, ১:৫৭ পিএম says : 0
    বিস্ফোরিত হলে তখন সমাল দেয়ার ক্ষমতা ইসরাইল বা আমেরিকা কারোই থাকবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ