রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কক্সবাজার ব্যুরো : কক্সবাজারের মহেশখালী দ্বীপের লোকালয় থেকে মোরগ খাওয়া অবস্থায় ‘বিশালাকার’ একটি অজগর উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাপটি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তেলীপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। প্রায় ৪২ কেজি ওজনের ওই অজগর সাপটি ১২মে উপজলার ছোট মহেশখালী ইউপির গরমছড়ি পাহাড়ী এলাকার নুর মোহাম্মদের বাড়ীত থেকে ধরা হয়। কয়েকজন যুবক কৌশলে সাপটি রশি দিয়ে গলায় বেঁধে পেলে। পরে অজগরটি বিক্রি করে দিতে ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে মহেশখালী গোরকঘাটা রেঞ্জের লোকজন অজগরটি উদ্ধার করেন।
মহেশখালী গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো:হাবিবুল হক জানান, বন্যপ্রাণী হিসাবে উদ্ধারকৃত অজগরটি দুলাহাজারা সাফারী পার্ক অথবা উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে অবমুক্ত করা হবে। বন বিভাগের অফিসে অজগরটি নিয়ে আসলে সেখানে অজগরটি দেখতে অসংখ্য উৎসুক মানুষ ভীড় জমায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।