মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে বন্দুকধারীদের গুলিতে ২৬ ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চিবিতোকে এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। খবর রয়টার্স।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে খবরে বলা হয়, প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ পাঁচ বছর থেকে সাত বছর করা হবে কিনা তা নিয়ে আগামী বৃহস্পতিবার দেশটিতে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই এ ধরনের হামলা চালানো হল।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ওই গণভোট অনুষ্ঠিত হবে না। কারণ দেশটিতে প্রতিনিয়ত সহিংসতা ও অপহরণের ঘটনা ঘটছে।
বুগান্ডা জেলার প্রধান ইমানুয়েল বিগিরিমানা জানান, রুহাগারিকা নামক গ্রামে শুক্রবার রাত ১০টার দিকে ওই হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, প্রায় ২০ জন হামলাকারী গ্রামে ঢুকে নির্বিচার গুলি চালায়। এতে অনেকেই ঘটনাস্থলে এবং বাকিরা হাসপাতালে নেয়ার পর মারা যান। হামলাকারীদের পরনে সেনাবাহিনীর পোশাক ছিল বলেও জানান তিনি।
২০১৫ সালে দেশটির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা তৃতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলে দেশটিতে সহিংসতা শুরু হয়।
বিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্টের ঘোষণা সংবিধান পরিপন্থী এবং ২০০৫ সালে যে চুক্তির মাধ্যমে গৃহযুদ্ধের অবসান ঘটে এটি তার লঙ্ঘন।
বিরোধিতা সত্ত্বেও পিয়েরে পুনর্নির্বাচিত হন। এর পর বিরোধীদের অনেকেই তার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।