পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ‘এক কলেই সহজ সমাধান’ এই স্লোগান নিয়ে ২৪/৭ আধুনিক সেবা দেয়ার জন্য প্রিমিয়ার ব্যাংক ‘ প্রিমিয়ার কাস্টমার কেয়ার সেন্টার’ চালু করেছে। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. এইচ.বি.এম ইকবাল প্রধান অতিথি থেকে ব্যাংকের টাউন-হল প্রোগ্রামে গ্রাহকের জন্য ‘কাস্টমার কেয়ার সেন্টার’ এর উদ্বোধন করেন। প্রিমিয়ার ব্যাংকের পরিচালক সংসদ সদস্য বি এইচ হারুন, আব্দুস সালাম মুর্শেদী এবং ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রেজাউল করিম এবং ব্যাংকের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রিমিয়ার ব্যাংক অত্যাধুনিক পণ্য ও সেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। উন্নত গ্রাহক সেবা প্রদানের লক্ষে ২৪/৭ ‘কাস্টমার কেয়ার সেন্টার’ চালু করা হয়েছে। সকলের আর্থিক এবং ব্যাংকিং প্রয়োজনে বা সেবা নেয়ার জন্য, যে কোন সময় ১৬৪১১ (মোবাইল) বা ০৯৬১২০১৬৪১১ (অভারসিজ) কল করতে পারবে। যে কোন প্রান্ত থেকে ফোনের কয়েকটি বোতাম চেপে, আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবা পণ্য ও সেবা সংক্রান্ত তথ্য, কার্ড অ্যাক্টিভেশন, ই-স্টেটমেন্ট, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং তথ্য ও রেজিস্ট্রেশন, (রেমিটেন্স সম্পর্কিত তথ্য, লোনের জন্য পরামর্শ এবং আবেদনের প্রক্রিয়াসহ আরও অনান্য সেবা উপভোগ করা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।