Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউরোপকে যুক্তরাষ্ট্রের নির্ভরতা ত্যাগ করতে হবে : জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ৯:৩০ পিএম

ইউরোপের নিজেদের স্বার্থেই নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা ত্যাগ করতে হবে। কারণ তারা আমাদের কিছুদিন পর হয়তো সামান্যই নিরাপত্তা দিবে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার ঘোষণায় ইউরোপ যে আসলেই ক্ষুদ্ধ সেটা মার্কেলের বক্তব্যে স্পষ্ট হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলেও চুক্তিতে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় পরাশক্তিগুলো। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। অ্যাঙ্গেলা মার্কেল বলেন, ইউরোপের নিজেদের স্বার্থেই নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা ত্যাগ করতে হবে। কারণ তারা আমাদের কিছুদিন পর হয়তো সামান্যই নিরাপত্তা দিবে। কিন্তু ইউরোপের উচিত ভবিষ্যতের কথা ভেবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে নেওয়া। ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও ওই চুক্তি বাস্তবায়নে যেন তারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, তার আহŸান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। পাশাপাশি স্বাক্ষরকারী অন্য দুই পরাশক্তি চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে দেশগুলো। চীন ও রাশিয়াও চুক্তি অক্ষুণ্ন রাখতে তাদের জোর সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তে অত্যন্ত হতাশ হওয়ার কথা জানিয়েছে রাশিয়া। চুক্তিটি এখনো শেষ হয়ে যায়নি বলে জোর দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইভস লুদ্রিয়া। স্পুটনিক নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ