Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে বজ্রপাতে শ্রমিক লীগ নেতার মৃত্যু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ৩:২২ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে আবদুল আউয়াল নামে এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ভাঙামোড়ের নজর মামুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আউয়াল (২৩) ওই গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি ভাঙামোড় ইউনিয়নের নবগঠিত জাতীয় শ্রমিক লীগের সদস্য।
নিহতের পরিবার জানায়, আবদুল আউয়াল প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া শেষে বাড়ির পাশে দোকানে গিয়ে আড্ডা দিচ্ছিলেন। রাত ১০টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির মাঝে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু ও জাতীয় শ্রমিক লীগের উপজেলা আহ্বায়ক মুকুল বিদ্যুৎ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাত

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ