Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার ব্যর্থ নেশাজাতীয় দ্রব্য নিধনে : আল্লামা কাশেম নুরী

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

রাউজান (চট্টপ্রাম) উপজেলা সংবাদদাতা : আল্লামা আবুল কাশেম নুরী (মুজিআ) বলেছেন বর্তমান সমাজে মদ গাজা ইয়াবা ফেনসেডিল সহ নানা নেশাপ্রস্থ দ্রব্য সমগ্র দেশ সয়লাব হয়ে গেছে। এগুলো নিধন কিংবা রোধ করতে সরকার সম্পুর্ণ রুপে ব্যার্থ হয়েছে। তিনি বলেন দেশের যত আলোচিত হত্যাকান্ড সব কিন্তু নেশাগ্রস্থরায় করছে বলে পত্রিকায় প্রকাশ হচ্ছে। নেশার কারনে যুব সমাজ আজ ধ্বংস হচ্ছে। তিনি বলেন রাসুলের আদর্শে না থাকায় আজ দেশের মানুষের এ অবস্থা। তিনি ৯ মে রাতে রাউজানের ডাবুয়ায় বিশাল সুন্নী সম্মেলন ও যিক্রে মোস্তফা মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ডাবুয়া ইউনিয়ন ও পাঠান পাড়া শাখার সহযোগীতায় এবং সর্বস্তরের সুন্নী জনতার ব্যবস্থাপনায় আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির সদস্য সচিব কেন্দ্রীয় গাউছিয়া কমিটির যুগ্ন মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার। আলহাজ্ব আল্লামা জামাল উদ্দিন হোসাইনীর সভাপতিত্বে ও সেনানেতা মুহাম্মদ মোরশেদ আলমের পরিচালনায় নাত পরিবেশন করেন শায়ের মৌলানা মুহাম্মদ মাসুমুর রশীদ কাদেরী, শায়ের ও মাদ্রাসা শিক্ষক খতিব মৌলানা ছালামত রেজা কাদেরী, শায়ের সৈয়্যদ এহসান কাদের কাদেরী প্রমুখ।



 

Show all comments
  • গনতন্ত্র ১১ মে, ২০১৮, ১:১৮ এএম says : 0
    জনগন বলছেন, “ ষড়যন্ত্র – ২০১৮ “ চোখ / কান খোলা রাখতে হবে বাংলার নির্যাতিত, অবহেলিত মুসলমান, ঘরের শত্রু মুখোশদারী ভিবিশন আওয়াজহীন পদক্ষেপ হুশিয়ার সাবধান ? শয়তানের কুমন্ত্রনায় মাইকে আজান বন্ধ আমরা চাটুকাররা কিভাবে মেনে নিলাম, সংখ্যাগোরিষ্ট মুসলমান দেশে তাগুতের নীতি আমরা কি জীবন্ত লাশ হয়ে গেলাম ? মুখোশদারী শত্রুরা ঢুকে গেছে আমাদের মাঝে সুফী লেবাসে ইসলাম ধ্বংশে আগাচ্ছে চুপিসারে, নানা বাহানায় মসজিদ / মাদ্রাসায় করছে আঘাত গুম, খুন, অপকৌশলে মুসলমান নিধন করে ? অন্যদের উপাসনাগার রক্ষায় এত তৎপর মসজিদ ভাংগার এত সাহস কেন তার, নামে / লেবাসে নীরহদেরকে ঠকানোর কৌশল ৭১ এর গর্জনে গর্জিলে জনতা, পথ পাবে কি পালাবার ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ