বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেছেন, বর্তমান সরকারের মতো বিগত সময়ে আর কোন সরকার দেশের এত উন্নয়ন সাধন করেনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার আমলে যত মসিজদ মাদ্রাসা নির্মাণ হয়েছে বিগত সময়ে তা হয়নি। কিন্তু আমাদের সমাজে এক গোষ্টি রয়েছে যারা দেশের স্বাধীনতা বিরোধী। তারা অন্য ইসলাম চায়। যে ইসলামের নাম নিয়ে তারা মানুষ হত্যা করে জঙ্গীবাদ করে। জঙ্গীরা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উল্লেখ করে এই জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ রুখে দাঁড়ানোর আহŸান জানান।
মন্ত্রী বলেন, যারা বাংলাদেশের বিরোধী নয় তারা নির্বাচনে আসবে কিন্তু যারা বাংলাদেশের বিরোধী তারা আসবে না। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ডিসেম্বরে নৌকার পক্ষে পুণরায় মতামত দেয়ার আহবান জানান তিনি।
এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিণ পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমা চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, প্রমূখ।
অনুষ্ঠানে বালাগঞ্জ ও ওসমানীনগরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও মেধাবী প্রায় ৮১৬ শিক্ষার্থীর মধ্যে ৩৩ লাখ ৬০ হাজার টাকার বৃত্তি ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে আগত ট্রাস্টিবৃন্দ এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগটনের নের্তৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।