২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
এসপারজিলাস ফিউমিগেটাস নামক ছত্রাক দিয়ে রোগটি হয়। ফুসফুসে যক্ষা হবার পরে ক্যাভিটি বা গর্ত তৈরি হয়। সেই ক্যাভিটিতে এসপারজিলোমার চাকা বা বল হয়। শুধু যে যক্ষার ফলেই ক্যাভিটি তৈরি হয় তা নয়। বিভিন্ন সংক্রমন, ক্যান্সার, সারকয়ডোসিস ইত্যাদি কারণেও ক্যাভিটি তৈরি হয়। যে কারণেই ক্যাভিটি তৈরি হোকনা কেন সেখানেই এসপারজিলোমা হতে পারে।
এসপারজিলোমাতে বিভিন্ন উপসর্গ থাকে। যেমন-
১। জ্বর, ২। বুকে ব্যথা, ৩। শ্বাসকষ্ট, ৪। বুক থেকে বাঁশির মতো শব্দ হওয়া ইত্যাদি।
অনেক সময় এসপারজিলোমাতে কোন উপসর্গই থাকেনা।
এসপারজিলোমা খুব পরিচিত অসুখ নয় প্রায়ই দেখতে পাওয়া যায়। তাই চিকিৎসক সহজে এটি সন্দেহ করেননা। তবে এক্সরেতে সন্দেহ থাকলে সিটিস্ক্যান করা হয়। কাশি পরীক্ষা করলে এসপারজিলাস পাওয়া যায়।
যদি বারবার কাশির সাথে রক্ত আসে এবং এসপারজিলোমা নিশ্চিত হওয়া যায় তবে বুকের সার্জারি করা হয়। সার্জারি করে এসপারজিলোমা ফেলে দেয়া হয়।
ষ ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।