Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

লিবিয়ায় ৫ সৈন্য নিহত

ইনকিলাব ডেস্ক : লিবিয়ার পূর্বঞ্চলীয় নগরী দারনায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সোমবার পাঁচ সৈন্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সামরিক সূত্রে একথা বলা হয়েছে। গত সোমবার ওই সূত্র বার্তা সংস্থাকে জানায়, ‘সৈন্যরা আল-ফাতায়েহ্ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে পথে পেতে রাখা মাইনের কারণে তারা ফিরে আসে।’ সিনহুয়া।

দুই পাইলট নিহত
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে একটি রুশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। কেএ-৫২ নামের ওই হামলাকারী হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সোমবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চল দিয়ে পুর্বপরিকল্পিত ফ্লাইটের সময় রুশ কেএ-৫২ বিমানটি বিধ্বস্ত হয়। স্পুটনিক নিউজ।

১৮ জনের মৃত্যু
ইনকিলাব ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ হাবিনশুটি। ভূমিধসে রাজধানী কিগালিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে কিগালির এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন। রয়টার্স।

দুই ট্রেনের সংঘর্ষ
ইনকিলাব ডেস্ক : জার্মানিতে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সোমবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় বাভারিয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে রেল অপারেটর ডয়চে বান। দুর্ঘটনায় দুজন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন বলে পুলিশের বরাতে জানিয়েছে ডয়চে বান ও গণমাধ্যম সয়েডয়চে সাইটুং। রয়টার্স।

যাবজ্জীবন কারাদÐ
ইনকিলাব ডেস্ক : চীনা কমিউনিস্ট পার্টির সাবেক এক কর্মকর্তাকে ঘুষ জালিয়াতির অভিযোগে যাবজ্জীবন কারাদÐ দেয়া হয়েছে। ২ কোটি ৬৭ লাখ ডলারেরও বেশি পরিমাণ ঘুষ গ্রহণের ঘটনায় দোষী সাব্যস্ত করে চীনের সাবেক এ শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে এ দÐ ঘোষণা করা হয়। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাকড়াও করার ঘটনায় সর্বশেষ সংযোজন সুন। সিনহুয়া

আফগানিস্তানে নিহত ১১
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ তালেবান জঙ্গি নিহত হয়েছে। বোমা তৈরি করতে গিয়ে দুর্ঘটনাবশত: বিস্ফোরণ ঘটলে এ প্রাণহানি ঘটে। মঙ্গলবার প্রাদেশিক সরকারের মুখপাত্র এ কথা জানান। মুখপাত্র হারিফ নুরি সিনহুয়াকে বলেন, ‘সোমবার বিকেলে আফগানিস্তানের আন্দার জেলার গুজারা-ই-গিলান গ্রামে এ বিস্ফোরণ ঘটে।’ সিনহুয়া।


পাকিস্তান ও ভারতীয় বিশেষজ্ঞদের বৈঠক ডেকেছে বিশ্বব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২১-২২ মে ওয়াশিংটনে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক ডেকেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া ‘সিন্ধু পানিচুক্তি’ লঙ্ঘন করে ভারত নিলম নদীর ওপর কিষানগঙ্গা ও চেনাব নদীর ওপর রাতলি বাঁধ নির্মাণ করেছে বলে পাকিস্তান অভিযোগ করে। বিষয়টি তদন্তের জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠনেরও দাবি জানায় ইসলামাদ। গত চার বছরে দুই দেশ এ ইস্যুতে সাত দফা বৈঠক করেছে। আলোচনায় অংশ নিতে ইন্দুস বেসিনের ভারপ্রাপ্ত কমিশনার মেহের আলী শাহর নেতৃত্বে পাকিস্তানের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে যাবে। রয়টার্স।

নাইজেরিয়ায় সহস্রাধিক জিম্মি মুক্ত করা হয়েছে
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের অপহৃত সহস্রাধিক জিম্মিকে মুক্ত করা হয়েছে। সোমবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এই ঘোষণা দেন। তিনি জানান, এসব জিম্মিকে বর্নো রাজ্যের চারটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এখবর জানিয়েছে। নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টেক্সাস ছুকু জানান, ক্যামেরুন, শাদ, নাইজার ও বেনিনের সমন্বয়ে গঠিত বহুদেশীয় যৌথ টাস্কফোর্স এসব জিম্মিদের উদ্ধারে সহযোগিতা করেছে। উদ্ধারকৃতদের বেশিরভাগ নারী ও শিশু। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনকে জোর করে বোকো হারামের যোদ্ধা বানানো হয়েছে। আল-জাজিরা।

যুক্তরাষ্ট্র সন্তানের কাছ থেকে বাবা-মাকে পৃথক করবে
ইনকিলাব ডেস্ক : অবৈধভাবে প্রবেশকারী বাবা-মায়ের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করে সুরক্ষা কাস্টডিতে রাখবে যুক্তরাষ্ট্র। গত সোমবার মার্কিন কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স ও দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক টমাস হোম্যান জানান, অবৈধভাবে প্রবেশকারী বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা করার নীতিটি নতুন নয়। যেসব প্রক্রিয়া এরই মধ্যে চালু রয়েছে সরকার সেগুলোকে আরেকটু বিস্তৃত করছে। হোম্যান বলেন, দুটি পরিস্থিতিতে আমরা সব সময় পরিবারকে বিচ্ছিন্ন করেছি। প্রথমত যখন আমরা সন্তানের বাবা-মা হিসেবে তাদের চিহ্নিত করতে পারি না এবং মনে করা হয় শিশুটিকে পাচার করা হচ্ছে। অনেক সময় পাচারকারীরা শিশুদের ভুয়া বাবা-মা সাজিয়ে পাচারের চেষ্টা করে জানিয়ে হোম্যান বলেন, দ্বিতীয় যে ক্ষেত্রে আমরা পরিবারকে বিচ্ছিন্ন করি সেটা হচ্ছে বিচারের সময়।রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ