Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম

গণশৌচাগার চাই
রংপুর জেলার গুরুত্বপূর্ণ ও অত্যন্ত জনবসতিপূর্ণ উপজেলা পীরগঞ্জ। এখানে বাসস্ট্যান্ডে প্রতিদিন অসংখ্য যাত্রী বিভিন্ন জায়গা থেকে আসে-যায়। কিন্তু এখানে কোনো গণশৌচাগার না থাকায় যাত্রীরা বিপাকে পড়ে, বিশেষ করে নারীরা। ইতিমধ্যে পীরগঞ্জ পৌরসভার মর্যাদা পেয়েছে। সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা, দ্রæত পীরগঞ্জ বাসস্ট্যান্ডে একটি আধুনিক গণশৌচাগার স্থাপন করে যাত্রীদের সমস্যা দূর করা হোক।
মো. আবু তাহের মিয়া
কুতুবপুর, পীরগঞ্জ, রংপুর

 

 


ঈশ্বরদী রেল জংশনের দুর্গতি
উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঈশ্বরদী রেল জংশন আজ এক ভয়াবহ দুর্গতির মুখে। সেই ব্রিটিশ আমলে তৈরি করা স্টেশনের কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি আজও। বেশ কয়েকটি আন্তঃনগর, মেইল, লোকাল এবং কমিউটার ট্রেনের যাত্রাবিরতি রয়েছে এই জংশনে। দুঃখের বিষয়, বিভিন্ন সরকারের আমলে রাজনৈতিক ইস্যুতে ঈশ্বরদী জংশনের রি-মডেলিং কাজের বরাদ্দ বাতিল হয়ে যায়। ঈশ্বরদী জংশন সরেজমিন ঘুরলে দেখা যাবে, এখানে উন্নতমানের কোনো বিশ্রামাগার নেই। স্টেশনের অফিসকক্ষে যাত্রীদের বসে থাকতে দেখা যায়। স্টেশনের প্ল্যাটফর্মও খুব একটা বড় নয়। ফলে অনেক ট্রেনের বগি প্ল্যাটফর্ম ছাড়িয়ে পিছে পড়ে থাকে বলে যাত্রীদের ওঠানামা করতে কষ্ট হয়। এ ছাড়াও স্টেশনটির ওপর যে ওভারপাস ব্রিজটি রয়েছে, সেটির অবস্থাও খুব একটা সুবিধার নয়। যাত্রীদের আরেকটি দুর্গতি হলো, টিকিট নিতে যেতে হয় ওভারপাস ব্রিজ পেরিয়ে অন্য মাথায়। ফলে অনেকে কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট পেলেও কাঙ্ক্ষিত ট্রেনটিতে আর চড়ে বসার সুযোগ হয় না। নিরাপত্তার অভাবে রাতের ট্রেনগুলোতে আসা-যাওয়া করতে যাত্রীদের বেশ বেগ পেতে হয়। শতবর্ষ পেরিয়ে আসা এই ঈশ্বরদী জংশনের রি-মডেলিং এবং যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে সংশ্নিষ্ট কর্তৃপক্ষ এবং রেলমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
এস এম সাইদুর রহমান,
ঈশ্বরদী

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন