Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ৮:৩৯ পিএম

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তি। পাসের হার হয়েছে ৭৬ দশমিক ৬৪ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৩৯৫। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ০৪ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৬০ জন শিক্ষার্থী। রোববার দুপুরে প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এই চিত্র উঠে এসেছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এবছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৮৩ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪০ হাজার ৬৯৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৬৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৫ জন। গতবছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৪০ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তি বেড়েছে ২ হাজার ৯৩৫। গত বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ২২ হাজার ৯৯৫ জন। পাসের হার ছিল ৮০ দশমিক ০৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৬০ জন। গত বছরের তুলনায় পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫প্রাপ্তি বেড়েছে। এবছর সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। আর যশোর বোর্ডের পাসের হারও সারাদেশের হারের (৭৭ দশমিক ৭৭) কাছাকাছি।
শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উল্লেখ করেন, যারা গাইড বই থেকে দূরে ছিল, তাদের ফল ভালো হয়েছে'। এই বোর্ডে মানবিক বিভাগের পাসের হার ৬৭ দশমিক ৮৬। এর বিপরীতে বিজ্ঞান (৯৪ দশমিক ৩১) ও বাণিজ্য বিভাগের হার (৮২ দশমিক ৪৮) অনেক ভাল। কিন্তু মানবিকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী থাকায় মোট হারের ওপরে এর প্রভাব পড়েছে। আর গণিতে যশোর বোর্ডের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করেছে। এই বোর্ডে গণিতে পাসের হার ৮৫ দশমিক ৮০ শতাংশ, আর ইংরেজিতে ৯০ শতাংশ। এটিও মোট পাসের হারের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। তার মতে, প্রশ্নপত্র ফাঁসের গুজবের পেছনে ছুটেও অনেক শিক্ষার্থীর ফল খারাপ হয়েছে।।
যশোর বোর্ডে ১০ জেলার মধ্যে ৯ জেলায়ই মেয়েরা এগিয়ে
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাশ করা পরীক্ষার্থীর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মধ্যে ৯ জেলাতেই মেয়েরা এগিয়ে। শুধুমাত্র সাতক্ষীরায় ছেলেরা এগিয়ে রয়েছে।

যশোর বোর্ডে একমাত্র ফেল করেছে মেহেরপুরের এসকেআরএস
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৫০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। বোর্ডের সেই প্রতিষ্ঠানটি হলো এসকেআরএস সেকেন্ডারি গালর্স স্কুল। বিদ্যালয়টি মেহেরপুর জেলার গাংনীতে অবস্থিত। বিদ্যালয়টিতে পরীক্ষার্থী ছিল মাত্র ৩জন। এদিকে এ বোর্ডের ৭৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সবাই অর্থাৎ শতভাগ পাশ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ