Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, জিপিএ-৫ ২১৭

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ৫:১০ পিএম

রাউজানে এসএসসি ও দাখিলে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। গতকাল রবিবার প্রকাশিত ফলাফলে রাউজানের চুয়েট স্কুল এন্ড কলেজ,ফতেহনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়,দক্ষিণ গহিরা খান সাহেব আবদুল করিম উচ্চ বিদ্যালয়,গহিরা এফকে জামেউল উলুম কামিল মাদ্রাসা এবং উত্তর সর্তা দমদমা নুরুল উলুম আহমদিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করেছে। উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) তহিদ তালুকদার জানান,রাউজানে এসএসসির পাসের গড়ের হার ৮১.২৩%,আর মাদ্রাসায় ৮৪%। তিনি আরো জানান ৫৪টি উচ্চ বিদ্যালয় ও ২৩টি মাদ্রাসা থেকে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ অর্জন করে। এরমধ্যে চুয়েট স্কুল এন্ড কলেজ ১৫০ জন, (জিপিএ-৫-৯৩জন),অদুদিয়া উচ্চ বিদ্যালয় ৫৯ জন, (জিপিএ-৫-৪জন),দক্ষিণ গহিরা খান সাহেব উচ্চ বিদ্যালয় ৪১জন, (জিপিএ-৫-১জন),গহিরা কামিল মাদ্রাসা ৪৮জন, (জিপিএ-৫-৪জন) ও দমদমা মাদ্রাসা ৩৮ জন, (জিপিএ-৫ নাই) পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই পাশ করে। এদিকে সমগ্র রাউজানে ২১৭ জন জিপিএ-৫ অর্জন করে। এরমধ্যে স্কুলে ২১০ জন ও মাদ্রাসায় ৭ জন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ