Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট শিক্ষা বোর্ডে এগিয়ে ছেলেরা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ৪:১৫ পিএম

২০১৮ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফর প্রকাশ করা হয়েছে। এবছর গুরুত্বপূর্ণ এ পরীক্ষার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীদের চেয়ে এগিয়ে ছাত্ররা। সিলেট শিক্ষা বোর্ডে এবার মোট পাশের হার ৭০.৪২। এরমধ্যে ছাত্রদের পাশের হার ৭১ দশমিক ৩৩ ও ছাত্রীদের ৬৯ দশমিক ৭১। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও এগিয়ে ছেলেরা। মোট ৩ হাজার ১শ’ ৯১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১হাজার ৭শ’ ১৮ ও ছাত্রী ১হাজার ৪শ’ ৭৩ জন। সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের পরীক্ষায় মোট অংশ গ্রহন করেন ১লাখ ৮ হাজার ৯শ’ ২৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৮শ’ ৬৭ জন ও ছাত্রী ৬১হাজার ৬১ জন। ছাত্রদের মধ্যে পাশ করেছে ৩৪ হাজার ১শ’ ৪৩ জন আর কৃতকার্য ছাত্রীর সংখ্যা ৪২ হাজার ৫শ’ ৬৭ জন । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ