Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বোধনের দিনেই পদ্মা সেতুতে ট্রেন চলবে -রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ৩:৩৬ পিএম

উদ্বোধনের দিন থেকেই পদ্মা সেতু দিয়ে ট্রেনচলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
রোববার দুপুরে রেলভবনের কনফারেন্স হলে পদ্মা সেতুতে রেল সংযোগসংক্রান্ত আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

মুজিবুল হক বলেন, পদ্মা সেতু যেমন কল্পনা নয় বাস্তব, তেমনি এ সেতু দিয়ে ট্রেন চলবে এটিও বাস্তব। উদ্বোধনের দিন থেকেই পদ্মা সেতুতে ফরিদপুরের ভাঙ্গা-পাচুরিয়া-রাজবাড়ী হয়ে ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল করবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। এখন পদ্মা সেতুতে রেলসংযোগের বিষয়টিতে কোনো অনিশ্চয়তা নেই। পদ্মা সেতুতে রেলসংযোগের ফলে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। রেলপথ চালু হলে এসব জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব মানুষের উন্নয়ন হবে।

খুব দ্রুত রেলপথের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রেল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ঋণচুক্তি স্বাক্ষরিত হয় ২৭ এপ্রিল। চীনের রাজধানী বেইজিংয়ে চীনা এক্সিম ব্যাংকের সঙ্গে এ চুক্তি সম্পন্ন হয়।

প্রকল্পটি বাস্তবায়নে ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা মোট ব্যয় ধরা হয়েছে। এ চুক্তির মধ্য দিয়ে চীনের এক্সিম ব্যাংক ঋণ হিসেবে দেবে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মা সেতু

১১ জানুয়ারি, ২০২৩
৩১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২৬ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ