Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ৯:২৭ পিএম

নাটোরের বড়াইগ্রামে স্ট্রোকে জীবন আহমেদ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকার নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করলে দ্রæত স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে ওই এলাকার ছলেমান কবিরাজ ও জুলেখা বেগম দম্পত্তির একমাত্র সন্তান এবং বনপাড়া কৃষি ও কারিগরী কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. বোরহানউদ্দিন ভূঁইয়া জানান, অত্যন্ত ভদ্র প্রকৃতির ছেলে ছিলো জীবন। তার এই অকাল মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না। একমাত্র সন্তানকে হারিয়ে জীবনের মা-বাবা পাগল প্রায়। জীবনকে ঘিরে তৈরী হওয়া তাদের সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচএসসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ