Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানিয়ে ওয়েস্টের বিরুদ্ধে চুরির অভিযোগ

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম

র‌্যাপ গায়ক কানিয়ে ওয়েস্টের বিরুদ্ধে একটি স্পোর্টস ব্র্যান্ডের প্রাক্তন ডিজাইনারের কিছু ফ্যাশন স্কেচ চুরির অভিযোগ উঠিছে। 
একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়েস্ট একটি ডিজাইন বøুপ্রিন্ট নিজের বলে চালিয়ে দেবার চেষ্টা করে ধরা পড়ে গেছেন। পরে জানা গেছে একটি স্পোর্টস ব্র্যান্ডের সাবেক ডিজাইনার টোনি স্প্যাকম্যান প্রকৃতপক্ষে সেই ডিজাইনটির স্রষ্টা। স্প্যাকম্যান বর্তমানে একটি ফ্যাশন কোম্পানির ডিজাইন ডিরেক্টর। 
গত ৩০ এপ্রিল স্কেচটি টুইট করে ওয়েস্ট সেটি নিজের বলে উলে­খ করেন এবং ডিজাইন টিমের প্রশংসা করেন। বিষয়টি স্প্যাকম্যানের নজরে এলে তিনি ইনস্টাগ্রামে তার ডিজাইনের সঙ্গে ওয়েস্টের ডিজাইনের তুলনা করে দেখিয়ে দেন। তিনি ক্যাপশন দেন : “যখন কানিয়ে আমার ১০ বছর আগের নাইকি স্কেচ নকল করে।” পরে তিনি তার ওয়েবসাইট যাচাই করে জানান আসলে স্কেচগুলো ১৩ বছর আগের আর সেগুলো এখনও সাইটে আছে
একটি প্রতিবেদনে জানান হয়, স্প্যাকম্যানের ডিজাইনটি ২০০৫ সালে করা। আয়েশি চলাফেরা আর আরামের জন্য স্পোর্টস ব্র্যান্ডটির জন্য তিনি ডিজাইনটি তৈরি করেছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ