Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

হলিউডের চেয়েও বড় সিনেমাপাড়া চীনে
ইনকিলাব ডেস্ক : ব্যবসা হোক, মহাকাশে উপগ্রহ পাঠানোই হোক বা জাতিসংঘে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই হোক যুক্তরাষ্ট্র আর চীনের লড়াই এখন বিশ্ববিদিত। এবার তাতে যোগ হল চলচ্চিত্রও। যুক্তরাষ্ট্রের সিনেমাপাড়া হলিউডের ধাঁচে হলিউডের চেয়েও বড় সিনেমাপাড়া বানিয়েছে চীন। দেশটির উত্তরাঞ্চলের বন্দর শহর কুইংডাওয়ে সিনেমা তৈরির বিশাল মুভি একটি স্টুডিও তৈরি করেছে চীনের রিয়েল এস্টেট কোম্পানি ড্যালিয়েন ওয়ান্ডা গোষ্ঠী। ৭৯০ কোটি ডলার খরচ করে বিশ্বমানের এই সিনেমা নির্মাণ স্টুডিওটি তৈরি করা হয়েছে। হলিউড শব্দটি যেভাবে পাহাড়ের ওপর লেখা, সেভাবেই চারটি বিশাল বিশাল চীনা অক্ষরে লেখা হয়েছে ডং ফ্যাং ইং ডু বা ওরিয়েন্টাল মুভি মেট্রোপোলিস। ২০১৬ সালে আংশিক উদ্বোধন হলেও শনিবার থেকে সম্পূর্ণ উদ্বোধন হয়েছে চীনা মুভি হাব। এদিন চীন ও যুক্তরাষ্ট্রের হলিউডের বড় বড় সিনেমা নির্মাণ কোম্পানির কর্তাব্যক্তিরা এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বেশ কয়েক ওয়ান্ডা কোম্পানির মতে, প্রতি বছর ১০০টি সিনেমা ও টিভি অনুষ্ঠান তৈরি করা যাবে এই স্টুডিওতে। সিনহুয়া।

মার্কিন ডিম আমদানি করবে না আমিরাত
ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার রোজ একর ফার্মের ডিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে। এসব ডিম স্যালমোনেলা নামের এক ধরনের বিষাক্ত ব্যাকটেরিয়া আক্রান্ত বলে মন্ত্রণালয়ের জারি করা একটি স্বাস্থ্য নির্দেশনায় বলা হয় হয়েছে। এদিকে, এরই মধ্যে মন্ত্রণালয়টির পক্ষ থেকে এই ফার্মের ডিমগুলো অপসারণের জন্য বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় বিক্রেতাদের রোজ একর ফার্মে ডিম বিক্রির ব্যাপারেও সতর্ক করা হয়েছে। খালিজ টাইমস।

অটো-পাইলট চপার ভারতীয় বাহিনীতে
ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর সেই ধারাবাহিকতায় এবার ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন হাতিয়ার। আকাশ থেকে নজরদারি চালাতে দেশটি পেতে চলেছে এক বিশেষ চপার। যা অটো-পাইলট সিস্টেমে উড়বে। আইআইটি কানপুরের এক প্রাক্তনী বানিয়েছেন এই চপার। এর নাম ‘নাভিক’। এই চপার বিমানবাহিনীর হাতে এলে ভারতের শক্তি দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সাহায্য করবে তাই নয়, উদ্ধারকাজেও বিশেষভাবে সাহায্য করবে এই চপার। এই চপারে সেনাদের নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও জানা গেছে। পিটিআই।

দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনিতে এবার ১৩ শ্রমিক আটকা
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় স্বর্ণের খনিতে এবার ১৩ জন শ্রমিক আটকা পড়েছেন। গত বৃহস্পতিবার দেশটির জোহানেসবার্গের পশ্চিমে মাসাখানি খনিতে ২.২ মাত্রায় ভূমিকম্পে গুহা সৃষ্টি হলে এ বিপর্যয় ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনুসারে সিলবান্যে-স্টিলওয়াটার খনি কোম্পানির অপারেটর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে সূত্রটি জানায়, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চলছে। এখন পর্যন্ত তিনজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। বাকি ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। রয়টার্স।

রুশবিরোধী বলয় গড়ছে যুক্তরাজ্য
ইনকিলাব ডেস্ক : রাশিয়াবিরোধী বলয় গড়ে তুলছে যুক্তরাজ্য। জোট গড়ে তুলতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ নেতৃবৃন্দ। পক্ষত্যাগী রুশ কূটনীতিক ও তার মেয়েকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। এর প্রতিক্রিয়ায় দেড় শতাধিক রুশ কূটনীতিক বহিষ্কারে ইউরোপ ও যুক্তরাষ্ট্রর দেশগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। চলতি বছর এমন আরও কিছু পদক্ষেপ নেবে থেরেসার সরকার। রাশিয়ার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে চলতি বছর অনুষ্ঠেয় কয়েকটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনকে কাজে লাগাবে ব্রিটিশ মন্ত্রীরা। দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে মস্কোর ক্রমবর্ধমান প্রভাব খর্ব করতে কার্যকর ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করবে যুক্তরাজ্য। এ লক্ষ্যে চলতি বছর ধারাবাহিক কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনকে ব্যবহার করবে লন্ডন। গার্ডিয়ান।


ইয়েমেন যুদ্ধে গোপনে মার্কিন সেনা মোতায়েন
ইনকিলাব ডেস্ক : হুতি বিদ্রোহীদের দমন করতে গত বছরের ডিসেম্বরে সউদী আরব ও ইয়েমেন সীমান্তে গোপনে সেনাদল মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র প্রশাসনসহ ইউরোপ ও আরব অঞ্চলের কূটনীতিকরাও এর সত্যতা স্বীকার করেছেন। সংবাদমাধ্যমটিতে জানানো হয়, তিন বছর আগে ইয়েমেনে যখন সংঘাত শুরু হয়, হুতি বিদ্রোহী গোষ্ঠীরা বিভিন্ন সময় সউদী আরবের রিয়াদসহ অন্য শহরগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে শুরু করে। সউদীও কয়েকবার বিমান হামলার মাধ্যমে এই হামলার জবাব দেয়। ওই সময় সউদী প্রিন্স মুহাম্মদ বিন সালমান নতুন করে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলে এ ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। এর কয়েক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্র সীমান্ত অঞ্চলে ১২ জন সেনাসদস্য মোতায়েন করে। নিউইয়র্ক টাইমস।

ভারতে নিহত ১৪৩
ইনকিলাব ডেস্ক : ভারতে এ সপ্তাহে একের পর এক শক্তিশালী ঝড়ের আঘাতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আবহাওয়া পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশংকা করা হচ্ছে। ভারতের উত্তর প্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড ও পাঞ্জাবে শক্তিশালী ধূলি ঝড়ের আঘাতে ১২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশটির দক্ষিণাঞ্চলে বজ্রপাতে ২১ জন মারা গেছে। দেশটির উত্তর প্রদেশে ও রাজস্থানে প্রচন্ড এ ঝড়ের আঘাতে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি।
মিয়ানমার যাচ্ছেন
ইনকিলাব ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী ১০ মে মিয়ানমারে দুই দিনের সরকারি সফরে যাচ্ছেন। সফরকালে তিনি রাখাইন রাজ্যের পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যুতে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। গত বছর মিয়ানমার সেনবাহিনীর শুদ্ধি অভিযানে রাখাইন থেকে প্রায় ৭ লাখ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলামান বাংলাদেশে পালিয়ে গেছে। সুষমা মিয়ানমারের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন। তার সফরকালে প্রতিবেশী দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হবে বলে ধারণা করা হচ্ছে। এসএএম।
দুই সাংবাদিককে
ইনকিলাব ডেস্ক : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্মরণ করা হয়েছে খুন হওয়া দুই অনুসন্ধানী সাংবাদিককে। নিহত দুই সাংবাদিক হলেন মাল্টার ‘ওয়ান ওম্যান উইকিলিকস্’ খ্যাত সাংবাদিক দেফনি কারুয়ানা গ্যালিজিয়া ও সেøাভাকিয়ার অনুসন্ধানী সাংবাদিক জ্যান কুসিয়াক। তাদের স্মরণে ইউরোপীয়ান পার্লামেন্টের (ইইউ) প্রেসিডেন্ট অ্যান্টোনিও তাজানিকে সম্মাননা দেওয়া হয়েছে। পার্লামেন্টের সদস্য রবার্টা মেসতোলা এই সম্মাননার আয়োজন করেন। টাইমস অব মাল্টা।
জেড পাথর খনি
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের একটি জেড পাথর খনিতে বর্জ্যরে স্তূপ ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কাচিন অঙ্গরাজ্যে ওয়াই কা গ্রামে সকালের দিকে এ ঘটনা ঘটে। গত কয়েক বছর ধরে মিয়ানমারের জেড পাথর খনিগুলোয় প্রায়ই প্রাণহানি ঘটছে। খবরে বলা হয়, বিশ্বের মধ্যে অন্যতম অনিয়ন্ত্রিত জেড পাথর উৎপাদনকারী দেশ হচ্ছে মিয়ানমার। দেশটির বেসামরিক সরকার নেতৃত্বাধীন এই শিল্প সা¤প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। সংশ্লিষ্টরা সরকারের প্রতি নিয়ন্ত্রণ জোরদারের আহŸান জানিয়েছে। শুক্রবারের বর্জ্য ধসের জায়গায় ২০১৫ সালে এক ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ