Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউডের চেয়েও বড় সিনেমাপাড়া চীনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ৮:২৫ পিএম

ব্যবসা হোক, মহাকাশে উপগ্রহ পাঠানোই হোক বা জাতিসংঘে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই হোক যুক্তরাষ্ট্র আর চীনের লড়াই এখন বিশ্ববিদিত। এবার তাতে যোগ হল চলচ্চিত্রও। যুক্তরাষ্ট্রের সিনেমাপাড়া হলিউডের ধাঁচে হলিউডের চেয়েও বড় সিনেমাপাড়া বানিয়েছে চীন। দেশটির উত্তরাঞ্চলের বন্দর শহর কুইংডাওয়ে সিনেমা তৈরির বিশাল মুভি একটি স্টুডিও তৈরি করেছে চীনের রিয়েল এস্টেট কোম্পানি ড্যালিয়েন ওয়ান্ডা গোষ্ঠী। ৭৯০ কোটি ডলার খরচ করে বিশ্বমানের এই সিনেমা নির্মাণ স্টুডিওটি তৈরি করা হয়েছে। হলিউড শব্দটি যেভাবে পাহাড়ের ওপর লেখা, সেভাবেই চারটি বিশাল বিশাল চীনা অক্ষরে লেখা হয়েছে ডং ফ্যাং ইং ডু বা ওরিয়েন্টাল মুভি মেট্রোপোলিস। ২০১৬ সালে আংশিক উদ্বোধন হলেও শনিবার থেকে সম্পূর্ণ উদ্বোধন হয়েছে চীনা মুভি হাব। এদিন চীন ও যুক্তরাষ্ট্রের হলিউডের বড় বড় সিনেমা নির্মাণ কোম্পানির কর্তাব্যক্তিরা এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বেশ কয়েক ওয়ান্ডা কোম্পানির মতে, প্রতি বছর ১০০টি সিনেমা ও টিভি অনুষ্ঠান তৈরি করা যাবে এই স্টুডিওতে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ