প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। এবার তিনি সিনেমার এক শ্রেণীর লোকের ওপর ক্ষোভ ঝেড়েছেন, যারা নানা বাহানায় একে অন্যের সমালোচনা করেন, দোষারোপ করেন। সিদ্দিক তার স্ট্যাটাসে লিখেন, সিনেমা শব্দটি শোনার সাথে সাথে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠার পর গোসল করে নতুন কাপড়-চোপড় পরে চলে যেতাম সিনেমা হলে সিনেমা দেখতে। সারাদিনে ৩ হলে তিনটা সিনেমা দেখতাম। কি যে আনন্দ ছিল, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যারা যারা আমার মত এই কাজটি করতেন তারা আমার অনুভূতিটা বুঝতে পারবেন। তখনকার সময় সিনেমা ছিল স্বপ্ন, মনের আনন্দ, আর এখনকার সিনেমা মানে সমালোচনা, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা। আমার মনে হয়, আমার মত সবাই খেয়াল করবেন, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা কাকে বলে? নেই কোন সম্মান, শ্রদ্ধাবোধ। ক্যামেরা সামনে পেলেই শুধু আছে সমালোচনা, বদনাম আর অভিযোগ। সিনেমাপাড়ায় এক ধরনের লোক আছে, যারা প্রফেশনালি শুধু এই কাজগুলো করে। এদেরকে সিনেমাপাড়া থেকে বের করে দেয়া উচিৎ। তাহলে সত্যিকারে সিনেমার জয় হবে। আমি ব্যক্তিগতভাবে একটা সিনেমা করেছি, ‘এই তো ভালোবাসা’। ৫১টা অফার ফেরত দিয়েছি। শুধুমাত্র এই কাদা ছোঁড়াছুড়ি ভয়। যারা যারা প্রফেশনালি কাদা ছোঁড়াছুড়ি করেন, আপনারা দয়া করে এই কাজটি ছেড়ে অন্যকোনো কাজ করেন। সিনেমাপ্রেমীদেরকে তাদের কাজটা করতে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।