প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
যুক্তরাষ্ট্রের অভিনেতা বিল কসবি ও অস্কারজয়ী পোলিশ চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কিকে বহিষ্কার করেছে ইউএস একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
টেলিভিশন তারকা কসবি গত মাসে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আর পোলানস্কি ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
গত বছর যৌন নিপীড়নের অভিযোগে প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে বহিষ্কার করে অস্কার একাডেমি।
একাডেমির এই সিদ্ধান্তের পর কসবি এবং পোলানস্কির কেউই প্রতিক্রিয়া জানাননি।
তবে কসবির স্ত্রী ক্যামিলি একাডেমির এই সিদ্ধান্তকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করেছেন।
বোর্ড সদস্যদের ভোটের দুইদিন পরে বৃহস্পতিবার (৩ এপ্রিল) কসবি ও পোলানস্কিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাডেমির বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সংস্থার আচরণবিধির সঙ্গে না যাওয়ায় বিল কসবি ও রোমান পোলানস্কির সদস্যপদ বাতিলে ভোট দিয়েছে বোর্ড।
বিবৃতিতে আরও বলা হয়, বোর্ড মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। একাডেমির মূল্যবোধকে সমর্থন করে এমন নৈতিক আদর্শকে উৎসাহিত করতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
অস্কার একাডেমির ৯১ বছরের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারজনকে বহিষ্কার করা হয়েছে।
২০০৪ সালে প্রথম অভিনেতা কারমাইন কারিডির সদস্যপদ প্রত্যাহার করে একাডেমি। গোপন ফিল্ম প্রিভিউ ভিডিও এক বন্ধুর কাছে পাঠানোর পর তা অনলাইনে ছড়িয়ে পড়লে তাকে বহিষ্কার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।