Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্সেনালকে হারিয়ে ফাইনালে আতলেতিকো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:৫৪ পিএম

বিদায় বেলায় ইউরোপা লিগের শিরোপা জয় করা হলো না আর্সেন ভেঙ্গারের। আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠে গেছে দিয়েগো সিমেওনের আতলেতিকো মাদ্রিদ।

বৃহস্পতিবার রাতে সেমি ফাইনালের ফিরতি লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে আতলেতিকো। এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।

লিওঁতে ১৬ মের ফাইনালে আতলেতিকোর প্রতিপক্ষ অলিম্পিক মার্সেই।

ওয়ান্দা মেত্রোপোলিতানোতে প্রধমার্ধের যোগ করা সময়ে অঁতোয়ান গ্রিজমানের বাড়ানো বল ধরে গায়ে লেগে থাকা এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা।

২২ বছর দায়িত্বে থাকার পর এই মৌসুম শেষে আর্সেনাল ছাড়তে যাওয়া ভেঙ্গার দলকে কখনও ইউরোপীয় কোনো শিরোপা জেতাতে পারেননি।

অন্য সেমি-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব জাইল্টসবুকের মাঠে ২-১ গোলে হারে মার্সেই। তবে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে ওঠে ফ্রান্সের ক্লাবটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ