বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে গাজীপুরের এসপি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে নিজ দফতরে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ‘আমরা বিএনপির দাবি গুরুত্বের সঙ্গে নিয়েছি। দুই পুলিশ কর্মকর্তাকে অবজার্ভ করব।’
সিইসি বলেন, ‘বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। খুলনায় তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও গাজীপুরের এসপিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আমি তাদের বলেছি- কমিশনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
আপনারাও তো একই ইস্যুতে বৈঠকে বসেছিলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেছি। তাদের অবজার্ভ করছি, তেমন মনে হলে পদক্ষেপ নেয়া হবে।’
নির্বাচনী প্রচারণায় বাধার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’
বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্যের হোটেল পুলিশের ঘিরে রাখার বিষয়ে তিনি বলেন, ‘একই হোটেলে বিদেশিরা ছিলেন। এজন্য পুলিশ সেখানে নিরাপত্তা দিয়েছিল। কিন্তু, বিএনপি মনে করেছে, তাদের নেতাদের ঘিরে রেখেছে। ওই হোটেলে বিএনপি নেতারা ছিলেন, পুলিশ তা জানতো না।’
এর আগে বিকেল সোয়া তিনটা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলা বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতুল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।