Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম


২১ জনের প্রাণহানি
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় দু’টি প্রদেশে পৃথক বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে তিন সদস্য ও ১৮ তালেবান জঙ্গি নিহত হয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চল ভিত্তিক সেনা ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা গুলাম হযরত করিমি বলেন, বাদাখশান প্রদেশের তাশকান ও শাহাদা জেলায় বুধবার রাতে দু’টি সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য ও ১২ তালেবান জঙ্গি নিহত হয়েছে। সিনহুয়া।

লন্ডনে বিস্ফোরণ
ইনকিলাব ডেস্ক : উত্তর লন্ডনে উৎসব চলাকালে এক বিস্ফোরণে ৩০ জন আহত হয়েছে। খবরে বলা হয়, ইহুদিদের বার্ষিক উৎসব লেগ ব’ওমার চলাকালে রীতি অনুযায়ী অনেক মোবাইল ফোন আগুনে ছুড়ে মারলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এ উৎসব উপলক্ষে স্টামফোর্ড হিলে শত শত মানুষ সমবেত হয়। সেখানে এ বিস্ফোরণে ৩০ জন আহত হয়েছে। সিনহুয়া।

স্কুলব্যাগ নয়
ইনকিলাব ডেস্ক : ভারী স্কুলব্যাগ বহনের কারণে শিশুদের পিঠ ব্যথা হয় না। স¤প্রতি অস্ট্রেলিয়ার একদল গবেষক একথা জানিয়েছেন। ‘গবেষণায় আমরা জানতে পেরেছি যে স্কুলব্যাগের ওজন, ধরণ ও শিশুরা যেভাবে তা বহন করে এর সাথে তাদের পিঠ ব্যথার কোন সম্পর্ক নেই। ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিনহুয়া।

লিবিয়ায় হতাহত ৩৬
ইনকিলাব ডেস্ক : লিবিয়ায় নির্বাচন কমিশনের সদরদপ্তরে ইসলামিক স্টেট (আইএস)র এক আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। এ ভয়াবহ হামলায় নির্বাচন কমিশনের নয়জন কর্মী, নিরাপত্তা বাহিনীর চার সদস্য ও দুই সন্ত্রাসী নিহত এবং আরো ২১ জন আহত হয়েছে। সিনহুয়া।

রেকর্ড মুনের
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুগান্তকারী সম্মেলনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। তিনি বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। জনমত যাচাই করা প্রতিষ্ঠান রিয়ালমিটার গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। এএফপি।

শ্রদ্ধা অ্যামনেস্টি’র
ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, আফগানিস্তানে দায়িত্বপালন করতে গেলেই হত্যা ও হুমকির শিকার হতে হয় সাংবাদিকদের। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স¤প্রতি আফগানিস্তানে নিহত ১০ সাংবাদিককে শ্রদ্ধা জানানোর সময় এই কথা জানায় সংস্থাটি। এই সপ্তাহে কাবুলে জোড়া বোমা হামলায় ১০ সাংবাদিকসহ ২৯ জন নিহত হন। আহত হন আরও ৪৫ জন। এএফপি।

গুয়ানতানামো’র কয়েদিকে হস্তান্তর করছে যুক্তরাষ্ট্র
ইনকিলাব ডেস্ক : কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে এক কয়েদিকে সউদী আরবের কাছে হস্তান্তর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সউদী আদালতে ওই কয়েদির ১৩ বছরের সাজা হয়েছে। ওই শাস্তি কার্যকর করার লক্ষ্যেই তাকে সউদী আরব নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা এ খবর জানিয়েছে। য্ক্তুরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০০২ সালে ফরাসি তেলের ট্যাঙ্কারে হামলার পরিকল্পনায় সহায়তার অভিযোগে ৪৩ বছর বয়সী আহমেদ মোহাম্মেদ আহমেদ হাজা আল দারবি নামে একজনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি শাস্তির বিরুদ্ধে আপিল করেননি। মিডলইস্ট মনিটর।

পরমাণু সমঝোতা রক্ষা করতে হবে : চীন
ইনকিলাব ডেস্ক : চীন আবারো জোর দিয়ে বলেছে, সব পক্ষকে পরমাণু সমঝোতা রক্ষা করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন এবং ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঐতিহাসিক এ সমঝোতা ধ্বংস করার ষড়যন্ত্র করছেন তখন চীন একথা বলল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং গত বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, এ সমঝোতার দীর্ঘমেয়াদি স্বার্থ, বিশ্বাসযোগ্য বাস্তবায়ন ও সমঝোতা রক্ষার বিষয়ে একটা চিত্র সব পক্ষকে গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। সিনহুয়া।

স্বামীর পাসপোর্ট দিয়ে স্ত্রী গেলেন নয়াদিল্লীতে
ইনকিলাব ডেস্ক : স¤প্রতি পুরুষের পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ভারতের নয়াদিল্লী পর্যন্ত এক স্ত্রীলোক বিমান যাত্রা করেছেন। বিষয়টি নয়াদিল্লীর এক বিমান বন্দরে ধরা পড়ে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এখন তদন্ত করে দেখছে যে কিভাবে একজন নারী তার স্বামীর পাসপোর্ট দেখিয়ে চার হাজার দুশো মাইল পথ পাড়ি দিয়ে ম্যানচেস্টার থেকে দিল্লী চলে গেলো। যদিও ওই নারীর আত্মীয়দের একজন বলছেন ভুলবশত স্বামীর পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিলেন তিনি। ব্যবসায়িক কাজে তিনি দিল্লী যাচ্ছিলেন। পরিবারের সদস্যরা বলছেন ইমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজে তিনি চেক ইন করার সময় বিষয়টি ধরা পড়েনি। মূলত দিল্লীতে পৌঁছানোর পরই তিনি ভুলটি বুঝতে পারেন। রয়টার্স, বিবিসি।

মহিলার গোশত খাওয়ার জন্যে রাখা হলো ফ্রিজে
ইনকিলাব ডেস্ক : এক মহিলাকে খুন করে, লাশ টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছে বিকৃতরুচির এক অস্ট্রিয়ান নাগরিক। পুলিশ জানিয়েছে, পরবর্তীতে গোশত খাওয়ার জন্যই সে লাশ টুকরো করে ফ্রিজে রেখেছে। পূর্ব ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই ঘটনার জন্ম দিয়েছেন ৬৩ বছরের এক লোক। তাকে গ্রেফতার করেছে পুলিশ, তবে নাম প্রকাশ করেনি। কৌঁসুলিরা জানিয়েছে, গত মার্চ মাসের শেষ দিকে এক মহিলাকে হত্যা করে সে। আর পুলিশ ঘটনার সন্ধান পেয়েছে এপ্রিলের মাঝামাঝি। সেই হতভাগীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সন্দেহভাজন খুনির রেফ্রিজারেটর থেকে নিহতের মাথা, ঘাড়সহ শরীরের বেশ কিছু অঙ্গ উদ্ধার করেছে পুলিশ। ভিয়েনার দক্ষিণ-পূর্ব দিকের নিউসিডলার লেকে একটি বোট ও পার্শ্ববর্তী একটি কেবিনে থাকতো সে। অস্ট্রিয়ার এপিএ বার্তা সংস্থা জানিয়েছে, পুলিশের ডগ স্কোয়াড লোকটির কেবিনের কাছ থেকে সন্দেহজনক কোন কিছু খুঁজে পাওয়ার ইঙ্গিত করে, এরপর পুলিশ অনুসন্ধান চালায়। দ্য ইন্ডিপেন্ডেন্টে ইউকে।


যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, ৯ জন নিহত
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের বহনকারী সি-১৩০ বিমানটি গত বুধবার জর্জিয়ার উপকূলীয় শহর সাভানার স্থানীয় বিমানবন্দরের কাছে একটি মহাসড়কের সংযোগস্থলের পাশে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি। সাভানা মর্নিং নিউজের খবর অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনার সময় পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের অধীন বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে ও সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ