Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম

বৈষম্যের শিকার কর্মচারীরা
স্থায়ী পে-কমিশন গঠনের জন্য গত বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিনকে চেয়ারম্যান করে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করা হয়। নবগঠিত পে অ্যান্ড সার্ভিসেস কমিশন› চাকরির শুধু বেতন-ভাতাই নয় তার চাকরিও দেখভাল করবেন। এ জন্য চাকুরির বেতন-ভাতার পাশাপাশি পদ ও পদমর্যাদা বিষয়ে কিছু বিষয়ে বলা আবশ্যক। সপ্তম বেতন স্কেলে গ্রেড সংখ্যা বিশ হিসাবে সর্বোচ্চ ও সর্বনিম্নের মধ্যে বেতন পার্থক্য ৯ অনুপাত (৪০ হাজার ও ৪ হাজার টাকা হিসাবে) স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত তৎকালীন সরকার ঘোষিত বেতন স্কেলের গ্রেড সংখ্যা ছিল ৫ এবং পার্শ্ববর্তী দেশগুলোতে সবর্ােচ্চ ও সর্বনিম্ন বেতনের পার্থক্য অনুপাত ৩। কিন্তু ১৯৭৩ সালের পরবর্তী বিভিন্ন সরকার কোনো বিশেষ মহল বা গোষ্ঠীর প্রভাবে গণকর্মচারীদের অপ্রত্যাশিতভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ২০ গ্রেডে ভাগ করে অহেতুক ব্যাপক বেতন বৈষম্য করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য ছিল না। এই বৈষম্যের কারণে নিম্নস্তরের, বিশেষ করে গ্রেড ১২ থেকে ২০-এর মধ্যে যাদের বেতন নির্ধারিত হয়, তাদের জীবনযাত্রার মান দারিদ্র্যসীমার নিচে থাকে। আবার চাকরি জীবনে জ্যেষ্ঠতা বা যোগ্যতার মাপকাঠিতে মানমর্যাদা সবাই আশা করে এবং সরকারের বিভিন্ন দফতরে মর্যাদাপূর্ণ পদোন্নতির ব্যবস্থা থাকলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন কর্মচারীদের যেন ন্যূনতম মর্যাদাপূর্ণ কোনো পদ বা পদোন্নতি ব্যবস্থা রাখা হয়নি। সুযোগ-সুবিধা বিচারে এরা চরমভাবে উপেক্ষিত। এসব বৈষম্যের নিরসন প্রয়োজন।
জাকিউল ইসলাম
ব্রাহ্মণপাড়া, মেলান্দহ, জামালপুর

 

পুলিশ ফাঁড়ি স্থাপন করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম একটি ঐতিহ্যবাহী নদীবন্দর। এ নদীবন্দরে এক সময় স্টিমার ভিড়ত। কলকাতার সঙ্গে তখন সরাসরি বাণিজ্যের মাধ্যম ছিল এ বন্দরটি। তাই এ বন্দরের গুরুত্ব অনুধাবন করে এখানে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছিল। ১৯৯৫-পরবর্তী সময়ে পুলিশ ফাঁড়িটি এখান থেকে উঠিয়ে দেওয়া হয়। তারপর থেকেই এলাকাটি একটি অপরাধ জোন হিসেবে আবির্ভূত হতে থাকে। সন্ত্রাসী কার্যকলাপ থেকে শুরু করে মাদকে সয়লাব হয়ে যায় মিরকাদিমের পুরো এলকা। উঠতি বয়সের ছেলেদের রক্ষা করতে বাবা-মায়ের লগদঘর্ম হলে নেশার সহজলভ্যতার কারণে তাদের ফেরানো যাচ্ছে না। তাই মিরকাদিমের আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখানে পুনরায় পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য গত বছর স্বরাষ্ট্র সচিব,আইজিপি, ডিআইজি ঢাকা রেঞ্জ, পুলিশ সুপার মুন্সীগঞ্জ, ওসি মুন্সীগঞ্জ বরাবর আবেদন করা হয়। কিন্তু সে আবেদনে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই মিরকাদিমের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ ফাঁড়ি স্থাপন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তাওহীদ সরদার
রিকাবীবাজার, মিরকাদিম, মুন্সীগঞ্জ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন