Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল

পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ৬:৩৬ পিএম

সৃষ্ট লঘুচাপের প্রভাবে ক্রমশই সাগর বক্ষ উত্তাল হয়ে উঠেছে। এর ফলে বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে সাগর ও বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার সকাল থেকে কখনো ভারি, আবার কখনো হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দিনভর থেমে থেমে বৃষ্টির কারণে ক্ষতির শঙ্কা করেছেন চাষীরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্ট হয়েছে। পায়রা সমুদ্র বন্দরসহ সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় কলাপাড়ায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলারসমূকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা সাংবাদিকদের জানিয়েছেন আবহাওয়া অফিস।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ