Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বিতর্কিত নিরাপত্তা বিলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। এ বিলের বিরুদ্ধে রাজপথে নামে দেশটির হাজার হাজার মানুষ। এদিনের কর্মস‚চিকে কেন্দ্র করে অন্তত ৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রাজধানী প্যারিস থেকে ২৪ জন এবং বাকিদের দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। ২০২১ সালে এটিই ফ্রান্সে প্রথম বড় ধরনের কোনও বিক্ষোভ। পুলিশের হিসাবেই এদিন দেশজুড়ে ৮৮টি বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় ৩৪ হাজার মানুষ। তবে আয়োজকদের দাবি, প্রায় দুই লাখ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পুলিশ। এ সময় অন্তত ১২ সশস্ত্র পুলিশ সদস্য আহত হয়। কোনও কোনও স্থানে টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। টুইটারে দেওয়া পোস্টে বিক্ষোভ মোকাবিলার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। পুলিশের দাবি, প্যারিসে বিক্ষোভস্থলের কাছেই অঘোষিত রেভ পার্টি থামাতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশের অনুমতি ছাড়াই পার্টির সাউন্ড সিস্টেম যুক্ত গাড়ি নিয়ে বিক্ষোভে যোগ দেওয়ার চেষ্টা করে অনেকে। যে বিলের বিরুদ্ধে এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে ২০২০ সালের নভেম্বরে সেটির অনুমোদন দেয় ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি। ২০২১ সালের মার্চে এটি সিনেটে পর্যালোচনার কথা রয়েছে। বিলটিতে সোশ্যাল মিডিয়ায় পুলিশের ছবি ও ভিডিও প্রচারকে অপরাধমূলক কর্মকান্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীকে ড্রোন, সিসিটিভি ও বডি ক্যামেরার মাধ্যমে গণ নজরদারির অনুমতি দেওয়া হয়েছে। আল-জাজিরা, আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তাল-ফ্রান্স

১৯ জানুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ