Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হত্যার প্রতিবাদে উত্তাল কলম্বিয়ায় নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

করোনার বিধিনিষেধ অমান্যের অভিযোগে আটক ৪৬ বছর বয়সী এক ব্যক্তির পুলিশ হেফাজতে মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে কলম্বিয়ার রাজধানী বোগোটা। গত বুধবার শুরু হওয়া ওই বিক্ষোভ বৃহস্পতিবারও অব্যাহত থাকে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এসব বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ১০ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। পুলিশ হেফাজতে হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে কলম্বিয়া। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ট্যাক্সি চালক বারবার পুলিশের কাছে অনুনয় করছেন, আর পুলিশ অন্তত পাঁচবার তাকে ইলেকট্রিক শক দিয়েছে। তাকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার দেহে বড় কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের দাবি, পুলিশের অত্যাচারে জেভিয়ার মারা গেছেন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বুধবার বিকেল থেকেই কলম্বিয়ার রাজধানী বোগোটার রাজপথে নামতে শুরু করে মানুষ। কিছুক্ষণের মধ্যেই পুড়িয়ে দেওয়া হয় একটি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের থানাটি। তারপরও ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে বিক্ষোভ ও সহিংসতা। বৃহস্পতিবার সকাল পর্যন্তও বিস্তৃত হতে থাকে এসব সহিংসতা ও বিক্ষোভ। রাজধানী ছাড়াও মেদেলিন, পেরেইদা, ইবাগ শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব শহরের থানাতেও হামলার ঘটনা ঘটে। পুলিশের বর্বরতাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন বোগোতার মেয়র ক্লদিয়া লোপেজ। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তাল-কলম্বিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ