Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে খেলতে আগ্রহী নিউজিল্যান্ড!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:৪৩ পিএম

নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান এবার নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানালো। আর এমন প্রস্তাবে দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে খেলার কথা বিবেচনা করছে কিউইরা। সম্প্রতি নিউজিল্যান্ডকে এ বছরের শেষের দিকে পাকিস্তানে খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান সফরে আগ্রহ প্রকাশ করেছে কেন উইলিয়ামসনদের ক্রিকেট বোর্ড।

আইসিসির বার্ষিক সূচি অনুযায়ী পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়ার কথা নিউজিল্যান্ডের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই সিরিজ আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আগামী অক্টোবর-নভেম্বরে তিন ম্যাচ সিরিজের টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। কিন্তু নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান চাইছে টি-টোয়েন্টি সিরিজটি তাদের দেশে আয়োজনের।

পিসিবি চেয়ারম্যানের কাছ থেকে পাওয়া আমন্ত্রণের কথা বিবেচনা করছে নিউজিল্যান্ড। কিউই ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সেই প্রস্তাব বিবেচনা এবং সেই সাথে নিরাপত্তা পরামর্শকদের সাথে আলোচনা করছে। একই বিষয় নিয়ে তারা সরকার ও ক্রিকেটারদের সাথেও আলোচনা করছে। এই আলোচনা শেষে পিসিবিকে সিদ্ধান্ত জানানো হবে।

সর্বশেষ ২০০৩ সালের পর পাকিস্তানে আর সফর করেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। যেখানে ২০০২ সালে পাকিস্তানে সর্বশেষ টেস্ট খেলে কিউইরা। তবে সেবার খেলা শুরু হবার আগে করাচিতে টিম হোটেলের বাইরে বোমা বিস্ফোরণের কারণে সফর অসমাপ্ত রেখে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। সেই বিস্ফোরণে ১১ ফরাসি নাগরিকসহ মোট ১৫ জন নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ