Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বহুমুখী অংশীদারিত্বে রাশিয়াকে প্রস্তাব পাকিস্তানের

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আশাবাদ

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বহুমুখী কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য রাশিয়াকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ বছরপূর্তিতে এ প্রস্তাব দিল ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, “আমরা বিশ্বাস করি দীর্ঘমেয়াদি বহুমুখী কৌশলগত অংশীদারিত্ব থেকে দু’দেশের জনগণ লাভবান হবে যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।” বিবৃতিতে পাক পররাষ্ট্র দপ্তর আরো বলেছে, সা¤প্রতিক নানা ঘটনায় পাকিস্তান ও রাশিয়ার সম্পর্ক অন্যরকম উচ্চতায় পৌঁছেছে এবং দু দেশের জন্যই তা অনুকূল। স¤প্রতি দু’দেশের মধ্যে সম্পর্কের ব্যাপক উন্নতি হলেও পাকিস্তান এই প্রথম রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশ করল। পাকিস্তানের এই পদক্ষেপকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান সুস্পষ্টভাবে রাশিয়ার সঙ্গে বৃহত্তর সহযোগিতা প্রতিষ্ঠার দিকে ঝুঁকে পড়ল। স¤প্রতি পাকিস্তানের বিষয়ে আমেরিকা যে কঠোর মনোভাব নিয়েছে তার কারণে ইসলামাবাদ রাশিয়ার দিকে ঝুঁকে পড়ল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রাশিয়ার দীর্ঘদিনের মিত্র ভারত দিন দিন আমেরিকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে। পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল বলেছেন, “পাকিস্তান-রাশিয়া সম্পর্ক দ্রæত পরিপক্ক সম্পর্কে রূপ নিচ্ছে।” তিনি বলেন, “দু দেশের মধ্যকার সম্পর্ক এখন পারস্পরিক আস্থা, অভিন্ন স্বার্থ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীতে একই দৃষ্টিভঙ্গি নিয়ে আবর্তিত হচ্ছে।” পার্সটুডে।



 

Show all comments
  • চম্পা ৩ মে, ২০১৮, ৪:৫৪ এএম says : 0
    পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অভ্যান্তরীণ সমস্যার সমাধান করা উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ