Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

সেন্টমার্টিনে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ আটক ৪

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ২:১৮ পিএম | আপডেট : ৮:০৪ পিএম, ১ মে, ২০১৮

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড। যার বাজারমূল্য আনুমানিক ১৮ কোটি টাকা।

মঙ্গলবার সেন্টমার্টিনের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদ এ তথ্য জানান।

আটককৃতরা হলেন নয়াপাড়া এলাকার জমির আহমেদের ছেলে লুৎফর রহমান (৩৪), একই এলাকার শাহ আলমের ছেলে রফিক আহমেদ(৩২) ও আব্দুস সালামের ছেলে কাশেম (৩৭) এবং একই এলাকার আ. মজিদের ছেলে সুলতান মাঝি।

কোস্টগার্ড সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ফয়সাল বীন রশীদের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা এবং ১টি ট্রলারসহ ৩ জনকে আটক করে। পরে আটককৃতদের দেয়া তথ্যে অভিযানের সময় পালিয়ে যাওয়া সুলতান মাঝিকেও আটক করে কোস্টগার্ড।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদ আরও বলেন, জব্দ ইয়াবাসহ আটককৃতদের আইনগত প্রক্রিয়া গ্রহণ শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ