Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে বজ্রপাতে নিহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ২:৫০ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হাসেম মোল্লা (১৭) ও রফিকুল ইসলাম (৩৩)।
আজ সোমবার দুপুরে উপজেলার ভোলাব বন্দের বাড়িতে ঘটে এ ঘটনা ঘটে। 
নিহত হাসেম মোল্লা ওই এলাকার কামাল মোল্লার ছেলে ও রফিকুল ইসলাম একই এলাকার নুরুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ জানান, দুপুর পৌনে ১টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশে মাঠে গেলে বজ্রপাতে হাসেম মোল্লা ও রফিকুল ইসলামের মৃত্যু হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাতে নিহত

২৪ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ