Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

গ্রহণযোগ্য নির্বাচনের সঙ্কট কাটেনি -ড. বদিউল আলম মজুমদার

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি সরকারি দল এবং সরকার না চায়।
গতকাল যমুনা টিভিতে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এখনো গ্রহণযোগ্য নির্বাচনের সংকট কাটেনি। ড. বদিউল আলম মজুমদার বলেন, প্রশাসনের লোকজন এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের মত পদ এবং ভিন্নতা দেখাতেই পারে। এখন নদীতে অনেক পানি গড়িয়েছে। তবে এখন এটা সম্ভবপর হবে কিনা আমরা নিশ্চিত না। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন নিয়ে এখনও অনেক অমীমাংসিত বিষয়ের সুরাহা হয়নি। এর মাঝে নির্বাচনী মহাসড়কে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন বড় দুটি জোট। এ অবস্থায় সামনে মাঠ প্রশাসনে রদবদল এবং কূটনৈতিক চাপ বাড়লে রাজনীতি উত্তপ্ত হবে বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে, সব দল প্রস্তুতি নিলেও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের সংকট কাটেনি।
ড. মজুমদার বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে সংসদ নির্বাচন। সেই হিসেবে সময় বাকি মাত্র ৬ মাস। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আগে থেকেই সরব মাঠে এবং অনেকটা বেছে রেখেছে প্রাথী বাছাইও। অন্যদিকে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি ও ২০ দলীয় জোট। ভিতরে ভিতরে নির্বাচনী প্রস্তুতিও সেরে নিচ্ছে তারা। দলগুলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভোটের প্রস্তুতি থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে আছে নানা প্রশ্ন। ###

 



 

Show all comments
  • শওকত আকবর, ধূলিয়া, বাউফল, পটুয়াখালী ৩০ এপ্রিল, ২০১৮, ১:৩০ এএম says : 0
    জনাব বদিউল আলম মজুমদার আপনি যথারথই বলেছেন দেখে শুনে মন হয় দেশ সংগতময় কঠিন সময় এর দিকে ধাবিত হচ্ছে দেশ বিদেশে কেউ শালিসরফা করার সবাই যেন
    Total Reply(0) Reply
  • আমি শুধুবলতেচাই নিবাচন নিয়েসংঘত যেন নাহয় আর যেনকোনমায়েরবুকখালিন নাহয় সুজন এর বদিউল আলম সাহেব আপনাদেরও দায়ীত্বআছে..জনাব ভোটও ভাতের অধিকার কি???? আপনারও দায়বদ্ধতাআছে তবে কি তাদের আমি শুধুবলতেচাই নিবাচন নিয়েসংঘত যেন নাহয় আর যেনকোনমায়েরবুকখালিন নাহয় সুজন এর বদিউল আলম সাহেব আপনাদেরও দায়ীত্বআছে..জনাব ভোটও ভাতের অধিকার কি???? আপনারও দায়বদ্ধতাআছে তবে কি তাদের নাই|||
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ