বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের উলিপুরে দপ্তরি কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে, দড়ি কিশোরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রোববার থানায় মামলা করেছেন।
জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার জন্য শ্রেণীকক্ষে অপেক্ষা করার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী সাইদুল ইসলাম (৩০) ওই শিক্ষার্থীকে একা পেয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এ সময় ওই শিক্ষার্থী তাকে ধাক্কা দিয়ে দৌড়ে সহপাঠীদের কাছে চলে যায়। এরপর পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে ঘটনা অভিভাবকদের জানালে তারা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে ওই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী সাইদুল ইসলাম গা-ঢাকা দিয়েছেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক বৃহস্পতিবার ঘটনা তদন্তে ওই বিদ্যালয় পরিদর্শনে যান। এ ঘটনায় রোববার নারী শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় মামলা হয়েছে।
শিক্ষার্থীর পিতা রেজাউল করিম জানান, স্কুলের পিয়ন সাইদুল ইসলাম আমার মেয়ের শ্লীলতাহানি করেছে। এ ব্যাপারে প্রধান শিক্ষককে বিচার দিলেও তিনি কোন ব্যবস্থা নেননি। বাধ্য হয়ে থানায় মামলা করেছি। আমি এ ঘটনার বিচার চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন শিক্ষার্থীর শ্লীলতাহানির ব্যাপারে ওই শিক্ষার্থীর অভিভাবক আমাকে জানানোর পর পিয়নকে ডেকে জিজ্ঞেস করলে শ্লীলতাহানির কথা অস্বীকার করেন। কিন্তু শিক্ষার্থীর হাত ধরেছিল বলে স্বীকার করেন। ঘটনার পরদিন থেকে পিয়ন সাইদুল ইসলাম বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।
ওই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী সাইদুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনা সত্য নয়। এগুলো আমার বিরুদ্ধে চক্রান্ত।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক জানান, প্রধান শিক্ষক ছাত্রী শ্লীলতাহানির বিষয়ে আমাকে অবগত করলে আমি ওই বিদ্যালয়ে যাই। ছাত্রী ও অভিভাবকদের কাছে ঘটনা শুনেছি। দপ্তরি কাম নৈশ প্রহরী সাইদুল ইসলাম অনুপস্থিত থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর অধিকতর তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
উলিপুর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম শ্লীলতাহানির ঘটনায় মামলা হওয়ার করা স্বীকার করে বলেন, আসামীকে দ্রুত গ্রেপ্তার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।