Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের -ভিসি

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বেশ দ্রæতগতিতে এগিয়ে চলেছে বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মাসুম হাবিব। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী ক্যাম্পাসে গতকাল সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী, রংপুর, খুলনা, বিভাগের মানুষের জন্য অনন্য অবদান। চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, যুগোপযোগি নতুন কোর্স-কারিকুলাম সংযোজনের মাধ্যমে চিকিৎসা গবেষণা ও সেবায় দক্ষ জনশক্তি গড়ে তোলার পথপ্রশস্ত করতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে নিরলসভাবে কাজ করে চলেছি। এ বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীনে ৮৫টি ডিসিপ্লিনে চিকিৎসা ক্ষেত্রে উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ থাকবে। বহির্বিশে^র সাথে বাংলাদেশের চিকিৎসা শিক্ষার সমন্বয় সাধনে কমিউলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ (সিজিপিএ) ফলাফল সিস্টেম চালু, ব্যাচেলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারি কোর্স এবং ব্যাচেলর অফ নার্সিং কোর্সের শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করা হবে। এখানে চিকিৎসা বিষয়ে বিশ্বমানের লেখাপড়া গবেষণা চিকিৎসাসহ বিভিন্ন কার্যক্রম হবে। প্রতিষ্ঠার এক বছরের কার্যক্রম তুলে ধরে বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের জন্য নগরীর বড় বনগ্রাম এলাকায় ৮৬একর জমি অধিগ্রহণের পদক্ষেপ নেয়া হয়েছে। পাওয়া গেছে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন। প্রতিমাসের কার্যক্রম প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের এব্যাপারে সুনজর রয়েছে। ইউজিসির এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করছে। আর দেড় হাজার কোটি টাকার এডিপি প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ব্যক্তিগত পর্যায়েও যোগাযোগ করা হচ্ছে। বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের জন্য ইউজিসি অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যর নকশার জন্য যথাযথ আর্কিক্টেককে বলা হয়েছে। লোগো মোটো প্রস্তুত করা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের খ্যাতিমানদের নিয়ে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সকল বেসরকারী মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। এটুআই ইনোভেশন ল্যাব শাখার সহযোগিতায় রাজশাহীর ৪টি বেসরকারী মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে ওয়ার্কসপ করা হয়েছে। খুলনা, বগুরা, রংপুরে অচিরেই এমন ওর্য়াকসপ হবে। ডা. মাসুম হাবিব বলেন, রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের সকল সরকারী এবং বেসরকারী মেডিকেল কলেজ, নার্সিং কলেজ এবং অন্যান্য মেডিকেল ইন্সস্টিটিউটকে অধিভুক্তির জন্য পত্র দেয়া হয়েছে। ইতোমধ্যে ৫০টি মেডিকেল কলেজ/ প্রতিষ্ঠান আবেদন করেছে। তাদের অধিভুক্তির প্রক্রিয়াও প্রায় শেষ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী রেজিস্ট্রেশন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে চলছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে শুরুতেই রামেবিতে অনিয়ম শীর্ষক সংবাদ ও উপস্থিত সাংবাদিকদের এব্যাপারে প্রশ্নের জবাবে ভিসি মাসুম হাবিব চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কোন অনিয়ম হওয়ার প্রশ্নই ওঠে না। মাত্র দশ বা বার জন অস্থায়ী ভিত্তি কর্মী নিয়ে দিন রাত পরিশ্রম করে এত বড় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তার কোন অমর্যাদা করিনি এবং কখনো করবো না। রির্পোটে বিএনপি জামায়াতের লোকজন চাকরি পেয়েছে বলে যে অসত্য তথ্য দেয়া হয়েছে তা যথাযথ ভাবে প্রমানের আহŸান জানান। মহল বিশেষের প্ররোচনায় এমন মিথ্যাগুজব ছড়িয়ে বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে বাধাগ্রস্থ না করার জন্য অনুরোধ জানান। তিনি এ অঞ্চলের মানুষের বড় পাওয়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে নিজ নিজ স্থান থেকে পরামর্শ সহযোগিতা দেয়ার আহŸান জানান। শেষে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমেরও বর্ণনা দেন। মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. সারওয়ার জাহান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ড. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ